বিশ্বে প্রযুক্তি শিল্পে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে তোরজোর দিয়ে লেগেছে দক্ষিণ কোরিয়া। সে লক্ষ্যেই সবচেয়ে বড় চিপ সেন্টার তৈরীর ঘোষণা দিয়েছে দেশটি।
বুধবার একটি অর্থনৈতিক নীতি সভায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এ তথ্য জানান। এ কাজে ২৩০ বিলিয়ন ডলার ( ২৩ হাজার কোটি টাকা ) বিনিয়োগ করবে বলেও নিশ্চিত করে দেশটি। এ অর্থের বেশির ভাগ দিবে স্যামসাং ইলেকট্রনিক্স। খবর এএফপি।
ছয়টি মৌলিক প্রযুক্তিপণ্য তৈরীতে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া সরকার। এতে চিপ, ডিসপ্লে ও ব্যাটারি উল্লেখযোগ্য। যদিও এই খাতে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আগে থেকেই সমৃদ্ধ।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেন, রাজধানী সিউলের বিভিন্ন এলাকায় ৩০০ ট্রিলিয়ন ওন মূল্যের বিশাল বেসরকারি বিনিয়োগ ব্যবহার করে স্কেল সিস্টেম সেমিকন্ডক্টর ক্লাস্টার তৈরী করবে সরকার।
পৃথক এক বিবৃতিতে স্যামসাং জানায়, আগামী দুই দশকের মধ্যে তারা ক্লাস্টার এলাকায় ৩০০ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করার পরিকল্পনা করছে।
দক্ষিণ কোরিয়ার শিল্প মন্ত্রণালয় বলেছে , ক্লাস্টার পরিকল্পনাটি ২০৪২ সাল নাগাদ শেষ হবে। বিশ্বের সবচেয়ে উন্নত মানের মাইক্রোচিপ সিংহভাগ তৈরী করে কেবল দুটি প্রতিষ্ঠান। দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও তাইওয়ানের টিএসএমসি। উন্নত চিপ তৈরী আন্তর্জাতিক ভাবে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্র এবং চীন এর বাজার নিয়ন্ত্রণের জন্য প্রতিযোগিতায় নেমেছে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দক্ষিণ কোরিয়া সফরের মাধ্যমে উন্নত চিপগুলির ভূ-রাজনৈতিক তাৎপর্য প্রকাশ পায়।