অভিনেতা আমান ধালিওয়াল
আমেরিকার এক ঘটনায় স্তম্ভিত অভিনয় জগৎ। আমেরিকায় জিমে ওয়ার্কআউট করতে গিয়ে আক্রমণের শিকার হলেন ‘যোধা আকবর’ খ্যাত পাঞ্জাবি অভিনেতা আমান ধালিওয়াল। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে এবং তার ফুটেজ এখন ছড়িয়ে পড়ছে ইন্টারনেটে। ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জিমে ঢুকে অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করছে। এ সময় তাকে অন্য জিমযাত্রীদের হুমকি দিতে শোনা যায়। মর্মান্তিক এই ভিডিওতে আমান ধালিওয়াল একাধিক আঘাত পেয়েছেন এবং তার প্রায় সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিভাবে উপস্থিত ব্যক্তিরা ধরে ফেলে ওই দুষ্কৃতকারীকে। অন্যদিকে দেখা যায় আমানকেও। একাধিক আক্রমণে রক্তে ভেসে যান অভিনেতা।
আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মার্কিন সময় অনুযায়ী সকাল ৯টা ২০ মিনিট নাগাদ আমেরিকার ৩৬৮৫ গ্র্যান্ড ওকসে অবস্থিত প্ল্যানেট ফিটনেস জিমে হামলা চালায় এক দুষ্কৃতকারী। সেই ভিডিও শেয়ার করেছেন সাংবাদিক পারমিত বিদোয়ালি। তিনি জানান, পাঞ্জাবি ও হিন্দি সিনেমায় কাজ করা বিখ্যাত অভিনেতা আমান ধালিওয়াল আমেরিকায় মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন। জিমে শরীরচর্চা করার সময় তার ওপর হামলা চালানো হয়। এক আততায়ী ছুরি নিয়ে জিমে ঢুকে হামলা চালায় অভিনেতার ওপর।
হামলার পর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সারা শরীরেই রয়েছে ক্ষতচিহ্ন। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা আমান ধালিওয়াল। হাসপাতাল থেকে তার ব্যান্ডেজ দিয়ে মুখ ও শরীর ঢেকে রাখার ছবিও সামনে এসেছে। আমেরিকার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একবার নয়, একাধিকবার অভিনেতার ওপর আক্রমণ করা হয়েছে। শরীরের নানা অংশে ক্ষত হয়েছে। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। যদিও চিকিৎসক বা অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
এ ঘটনা প্রকাশ্যে আসার পরই চমকে উঠছে গোটা দুনিয়া। এর আগেও আমেরিকায় ছুরি নিয়ে আক্রমণের খবর প্রকাশ্যে এসেছে। তবে পাঞ্জাবি অভিনেতার ওপর এই আক্রমণ থেকে উঠছে প্রশ্ন। কী কারণে অভিনেতার ওপর এই আক্রমণ করল ওই ব্যক্তি? তার উদ্দেশ্যই বা কী ছিল? সেই কারণ অবশ্য এখনো সামনে আসেনি। এ বিষয়ে কোনো কথাই বলেনি অভিনেতার পরিবার।
সূত্র : জি নিউজ ২৪