ভারতীয় নারীরা মোটা বেতনের স্বামী চায় : সোনালি কুলকার্নি

সোনালি কুলকার্নি

ভারতীয় অনেক নারী মোটা বেতনের স্বামী চায়, এমনটাই মন্তব্য করলেন মারাঠি অভিনেত্রী সোনালি কুলকার্নি। সম্প্রতি একটি ইভেন্টে গিয়ে তিনি জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি যে বিস্ফোরক মন্তব্য রেখেছেন তাতে অনেকেই সহমত পোষণ করেছেন। শুধু সহমত না করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানিয়েছেন।

১৯৯২ সালে ‘ছেলুভি’ ছবির মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সোনালি। শুরু করেছিলেন নিজের ফিল্মি ক্যারিয়ার। ‘দিল চাহাতা হ্যায়’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি জেন্ডার ইকুয়ালিটি নিয়ে তিনি যা বলেছেন তাতে কম বেশি সবার মাথা ঘুরে গিয়েছে।

সম্প্রতি ইন্টারনেটে সোনালি কুলকার্নির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছেন, “দেশে এমন অনেক নারী আছেন যারা ভালো কাজ, মোটা বেতন, নিজের বাড়ি আছে, অর্থনৈতিক ভাবে সাহায্য করবে- এমন স্বামী খোঁজেন। কিন্তু সেই নারীদের সাহস থাকে না এই প্রশ্ন করার যে, এমন পুরুষকে যখন সে বিয়ে করবে তখন সে নিজে কী করবে?” অভিনেত্রীর এই বক্তব্য শুনে সকলেই তাকে বাহবা দিচ্ছেন। জেন্ডার ইকুয়ালিটি নিয়ে বলতে গিয়ে তিনি যেহেতু পুরুষদের পক্ষ নিয়ে কথা বলেছেন সেটা অনেকেরই পছন্দ হয়েছে।

তিনি তার বক্তব্যে আরো বলেন যে, পুরুষদের উপর রোজগার করা বেশি চাপ থাকে একজন নারীর তুলনায়। অনেক পুরুষ তো ১৮ বছর হতে না হতেই চাকরি খুঁজে নেয়। অন্যদিকে ২৫-২৭ বছর পর্যন্ত অনেক নারীরা কাজ করার কথা ভাবেনই না। তিনি তার বক্তব্যের শেষে বলেন, “আমি সবাইকে এই উপদেশ দেব যে সবাই তাদের বাড়ির নারীকে উৎসাহ দিন যাতে সে তার নিজের খরচ নিজে বহন করতে পারে এবং নিজের সঙ্গীকে সাপোর্ট করতে পারে।”

ভিডিওটি ভাইরাল হবার পর নেটিজেনদের একটা বড় অংশ অভিনেত্রীকে সমর্থন করেছেন। জানিয়েছেন তারা কোন যন্ত্রণার মধ্যে দিয়ে যান। এক ব্যক্তি লেখেন, “অনেক ক্ষেত্রেই উনি একদম ঠিক কথা বলেছেন।” আরেক নেটিজেনের মতে, “একদম সঠিক কথা বলেছেন।” আরেকজন লেখেন, “আমি জানি না উনি কে, কিন্তু উনি সাহস করে একদম সত্যি কথাটাই বলেছেন।”

যদিও অভিনেত্রী তার কথায় এটা পরিষ্কার করে দিয়েছেন যে সব নারীরা এক নন। কিন্তু এই চাহিদাটা অনেকের মধ্যেই এখন দেখা যাচ্ছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

LEAVE A REPLY