প্রথম ডেটে গিয়ে কী করবেন আর কী করবেন না তা জানেন তো? এমনিতে ডেটের ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তবে সঙ্গীর কাছে প্রথম দিনই নিজের ইমপ্রেশন নষ্ট না করতে কিছু জিনিস এড়িয়ে চলা জরুরি। কেননা প্রথম দিন একে অপরের সঙ্গে যেমন ব্যবহার করবেন, তার ওপরই নির্ভর করবে সম্পর্কের ভবিষ্যৎ। তাই প্রথম দর্শনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা জরুরি। এ ছাড়া রয়েছে কী পরে যাবেন, কী কথা বলবেন, সামনের মানুষটি আসলে কী রকম, বিল কে দেবেন- এ রকম হাজারো চিন্তা তো আছেই। তাই প্রথম ডেটের জন্য থাকল কিছু টিপস।
১। কী পরে যাবেন?
প্রথমবার ডেটে যাচ্ছেন বলে যে একেবারে ফর্মাল পরতে হবে তাঁর কোনো মানে নেই। যে পোশাকে আপনি নিজে কমফোর্টেবল সে রকম পোশাক পরুন। অবশ্যই আরামদায়ক পোশাক বাছবেন। এমন কিছু পরবেন না, যা আপনি আগে পরেননি বা যে পোশাকে আপনি নিজে স্বচ্ছন্দ নন। এমন পোশাক বাছুন, যাতে সঙ্গীর আপনার ওপর ভালো ধারণা তৈরি হয়।
২। অতীত নিয়ে কথা নয়
প্রথম দিনেই নিজের অতীত বা প্রাক্তনকে নিয়ে কথা বলবেন না। অন্যদিকে তাঁর পছন্দ ও সম্পর্কে জানার চেষ্টা করুন। এটা আপনাদের প্রথম ডেট। এই দিন মন খারাপ, দুঃখের কথা, অতীতের গল্প বরং তোলা থাক। কেন আপনার প্রাক্তন প্রেমিক আপনার সঙ্গে প্রতারণা করেছিল কিংবা কেন আগের প্রেমিকার মা আপনাকে পছন্দ করত না এসব অপ্রাসঙ্গিক প্রসঙ্গ এনে দিনটি নষ্ট করবেন না। প্রথম ডেট কিন্তু প্রথম চুমুর মতোই চিরস্থায়ী।
৩। স্টাফদের সঙ্গে ভালো ব্যবহার করুন
ডেটের ক্ষেত্রে সাধারণত তরুণ-তরুণীদের পছন্দের জায়গা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ওয়েটারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। কেননা ব্যবহারই আপনার পরিচয়। বিশেষ করে যাদের সামাজিক অবস্থান আপনার চেয়ে খানিকটা নিচু, তাদের সঙ্গে আপনি কেমন ব্যবহার করেন, সেটাই আপনার পরিচয়। আর এই নিয়মটা শুধু প্রথম ডেট নয়, সারা জীবনের জন্য প্রযোজ্য। তাই রেস্তোরাঁয় ওয়েটারদের সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনার পরিচয় ফুটে উঠবে। লক্ষ রাখবেন, আপনার কোনো আচরণের জন্য আপনার সঙ্গী অস্বস্তিকর পরিস্থিতে যেন না পড়েন।
৪। বলুন কম, শুনুন বেশি
কথাবার্তা যেন একপাক্ষিক হয়ে না যায়। দেখা গেল আপনি একাই কথা বলে যাচ্ছেন, আপনার সঙ্গীকে কথা বলতে দিচ্ছেন না। এ রকমটা হলে আপনার সঙ্গী বিরক্ত হতে পারেন এবং দ্বিতীয়বার আপনার সঙ্গে দেখা করার আগ্রহ হারাতে পারেন। পার্টনারের সঙ্গে কথা বলুন, তবে উল্টোদিকে তাঁর কথাও শুনুন। প্রথম দিন বিয়ে, সন্তান, স্থায়ী হওয়া ইত্যাদি গুরুতর বিষয়ে কথা এড়িয়ে চলুন। অন্যদিকের মানুষটির কথাও কিন্তু মন দিয়ে শোনা উচিত, আর তিনি কোন বিষয়ে কথা বলতে চান সেদিকেও খেয়াল রাখা উচিত।
৫। সঙ্গীকে রেখে ফোনের নয়
আপনার প্রথম ডেট বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড হিসেবে। আর তাই আজ একে অপরের সঙ্গে কথা বলুন। সময় কাটান। ফোনে বেশি সময় নষ্ট করবেন না। সেই সঙ্গে বেশি তাড়াহুড়ো নয়। বাড়ি যাওয়ার খুব তাড়া- এমনটা প্রথম দিন বলবেন না। হোয়্যাটসঅ্যাপ বা ফেসবুকের নোটিফিকেশন বাড়ি গিয়েও দেখতে পারবেন। আর শুধু নিজের সেলফি নয়। সঙ্গীর সঙ্গেও ছবি তুলুন, যদি তাঁর ছবিতে কোনো আপত্তি না থাকে। একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলুন।
৬। বিল কে দেবে?
একটা অদ্ভুত অলিখিত নিয়ম রয়েছে যে ডেটে গেলে ছেলেরাই বিল দেবে, সেটা ফার্স্ট ডেট হোক অথবা অন্য যেকোনো ডেট! এ ক্ষেত্রেও অনেক সময় একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় বিল দেওয়া নিয়ে! এ রকম অবস্থায় বিলের টাকার পরিমাণটা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারেন।
সূত্র : এই সময়