রঙিন চুলের যত্ন-আত্তি

মেয়েদের চুলে রং করা অনেক দিন ধরেই বেশ জনপ্রিয়। চুলের রঙের ছোঁয়ায় সহজেই ভিন্নতা আনা যায় অন্য সবার থেকে। চুলে রং করার ফ্যাশনে এসেছে নানা পরিবর্তন। তরুণীদের চুলে রং করার মধ্য দিয়ে নিজেদের রুচিবোধ ও ফ্যাশন সচেতনতার দিকটাও ফুটে ওঠে।

পুরো চুল রাঙানোর চেয়ে হাইলাইট, স্টিক, ক্যাটস্টিক করানোর চলটাই সবচেয়ে বেশি। চুলে স্থায়ী বা অস্থায়ী দুই উপায়েই রং করা যায়। স্থায়ী রং দীর্ঘদিন থাকে। আর অস্থায়ী রং নির্দিষ্ট মেয়াদ শেষে উঠে যায়। সাধারণত অ্যাশি সিলভার, রিচ কপার, ব্রাউন, ব্লন্ড, জেট ব্ল্যাক রং মেয়েদের চুলে বেশি দেখা যায়। চুলে স্থায়ী রং করার আগে ভেবেচিন্তে নেওয়া উচিত। কেননা অনেক সময় নির্দিষ্ট রংটির প্রতি ভালো লাগা উঠেও যেতে পারে। এ জন্য চুল রঙিন করতে প্রথমে অস্থায়ী উপায়টি বেছে নেওয়াটাই বুদ্ধিমানের। রংটি যদি নিজের সঙ্গে মানিয়ে যায় এবং ক্যারি করতে আর কোনো অনীহা না থাকে, তবে এরপর স্থায়ী রং করাতে পারেন।

চুল রাঙাতে ভালো কোনো পার্লারে যাওয়া উচিত। কেননা চুলের রং সাধারণত বেশ কড়া রাসায়নিক হয়ে থাকে। যত্রতত্র বা নিজে নিজে চুলে রং না করাই ভালো। তা ছাড়া চুলের ধরন, স্টাইল স্টেটমেন্ট, ত্বক ইত্যাদির সঙ্গে রংটা মানানসই হবে কি না সেদিকটা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হয়। এ জন্য একজন হেয়ার স্টাইলিস্টের শরণাপন্ন হলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। তরুণীদের মধ্যে একটু উজ্জ্বল রঙের প্রতি ঝোঁক বেশি। যাদের বয়স একটি বেশি তাদের কম উজ্জ্বল রং ভালো মানায়। চুলে রং বাছাইয়ে গায়ের রং খুব গুরুত্বপূর্ণ। গায়ের রং কালো বা শ্যামলা হলে বাদামি রং চুলে ভালো মানাবে। গায়ের রং ফরসা হলে একটু কম উজ্জ্বল রং বেশি মানানসই। চুলের গোড়া থেকে রং না করে কয়েক ইঞ্চি পর থেকে হাইলাইট করলে ভালো দেখায়। ভালো ব্র্যান্ডের চুলের রং ব্যবহার করতে হবে। যারা এরই মধ্যেই চুলে রং করেছে তাদের কাছ থেকেও পরামর্শ নেওয়া যায়।

চুলে রং করালেই হবে না। নিয়মিত যত্নও নিতে হবে। রঙিন চুলের যত্ন একটু ভিন্ন হয়ে থাকে। রং করার পর চুল ভালোভাবে শ্যাম্পু করতে হবে। চুল ধোয়া শেষে কন্ডিশনার ব্যবহার করতে হবে। রঙিন চুলে প্রসাধনী ব্যবহারে সতর্ক থাকতে হবে। পণ্যগুলো রঙিন চুলের জন্য যথাযথ কি না তা পরীক্ষা করে নিতে হবে। এ ছাড়া হেয়ার ড্রায়ার, হেয়ার স্প্রে, রোলার, হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করা যাবে না। রঙিন চুলে গরম পানি লাগানো থেকে বিরত থাকতে হবে। রঙিন চুলে রোদ না লাগানোই ভালো। তাই বাইরে গেলে ঢেকে রাখতে হবে বা টুপি পরিধান করতে হবে। মাসে একবার পার্লারে গিয়ে রঙিন চুলের ট্রিটমেন্ট করাতে পারলে দীর্ঘদিন রং ও চুল সুন্দর থাকে।

LEAVE A REPLY