অবশেষে ইসলামী ব্যাংকের জমি কিনল কেন্দ্রীয় ব্যাংক

মতিঝিলে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন ইসলামী ব্যাংকের মালিকানাধীন প্রায় ৭১ শতাংশ (৭০.৮২ শতাংশ) জমি কিনে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। জমিটি প্রধান কার্যালয়ের ভবন তৈরির জন্য কিনে রেখেছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এখন ক্রয়সূত্রে সেটির মালিক বাংলাদেশ ব্যাংক।

ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে জমিটি কিনতে প্রস্তাব দেওয়া হয় ইসলামী ব্যাংককে। সে সময় ইসলামী ব্যাংক জমিটি ছাড়তে রাজি হয়নি। বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময়ে এটি নিয়ে ফের আলোচনা হলে সম্মতি দেয় ইসলামি ব্যাংক। জমিটি কেনার পরই সেখানে থাকা স্থাপনা সরিয়ে ফেলা হচ্ছে। ইসলামী ব্যাংকের কয়েকটি বিভাগ ছিল, সেগুলোও সরিয়ে ফেলা হয়েছে। 

ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জমিটি কিনতে বাংলাদেশ ব্যাংকের আগ্রহের  প্রেক্ষিতে তা বিক্রি করা হয়েছে। জমি কিনতে বাংলাদেশ ব্যাংকের খরচ হয়েছে ১১০ কোটি টাকা। জমিটি বাংলাদেশ ব্যাংক ও সেনা কল্যাণ ভবন সংলগ্ন। 

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জায়গা সংকুলন না হওয়ায় সেনা কল্যাণ ভবনের ফ্লোর ভাড়া নিয়ে কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ ব্যাংকের একাধিক বিভাগ। এ কারণে জমিটি কিনে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি জমিটির দলিলও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY