আসন্ন রমজান মাস সামনে রেখে দারুণ এক উদ্যোগ নিল ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ ক্লাব চেলসি। পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৬ মার্চ তারা উন্মুক্ত ইফতারের আয়োজন করেছে। সেই ইফতার অনুষ্ঠানে স্থানীয় মসজিদ, চেলসির মুসলিম সমর্থক ও স্কুলের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি চেলসি ফুটবল ক্লাবের স্টাফরাও ইফতার পার্টিতে অংশ নেবেন।
‘নো টু হেট’ প্রচারণার অংশ হিসেবে এই আয়োজন করেছে চেলসি। যেটা ক্লাবের সমতা, বৈচিত্র্যময়তা এবং ধর্মীয় সহনশীলতার বার্তা দেয়। ইফতার আয়োজন নিয়ে চেলসি ফাউন্ডেশনের প্রধান সিমন টেইলর বলেছেন, ‘আমি আনন্দের সঙ্গে রমজান টেন্ট প্রজেক্টের সঙ্গে মিলে উন্মুক্ত ইফতার আয়োজনের ঘোষণা দিচ্ছি। প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে এটি করতে পেরে আমরা আনন্দিত।’
চেলসির এই ইফতার আয়োজনটিতে সহযোগিতা করছে ‘রমজান টেন্ট প্রজেক্ট’। এই প্রজেক্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ওমর সালহা বলেছেন, ‘স্টামফোর্ড ব্রিজে উন্মুক্ত ইফতার আয়োজন করতে পেরে আমরা সম্মানিত। আমাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের মুহূর্তে চেলসির সঙ্গে যৌথভাবে কাজ করছি। চেলসি প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে উন্মুক্ত ইফতারের আয়োজন করতে যাচ্ছে।’