পাকিস্তানে না হলে শ্রীলঙ্কায় এশিয়া কাপ চান শোয়েব

এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা এখনো দূর হয়নি। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তান এবারের আসরের আয়োজক। কিন্তু তাদের ‘চিরশত্রু’ ভারত রাজনৈতিক কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে রাজি নয়। যে কারণে এশিয়া কাপ আয়োজনের ভেন্যু নিয়ে দেখা দিয়েছে সংশয়। এবার শোয়েব আখতার বললেন, পাকিস্তানে না হলে এশিয়া কাপ যেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।

আইসিসির এফটিপি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ হওয়ার কথা। পরের মাসেই ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এশিয়া কাপ নিয়ে শোয়েব বলেছেন, ‘আমি চাই এশিয়া কাপ পাকিস্তানে হোক। যদি কোনো কারণে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে শ্রীলঙ্কার টুর্নামেন্টটি আয়োজন করা উচিত।’

এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারত আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মাঝে পাল্টাপাল্টি বক্তব্য শোনা যাচ্ছে নিয়মিতই। ভারত চায় নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের। আর পাকিস্তান ‘হুমকি’ দিয়ে রেখেছে, এশিয়া কাপ পাকিস্তানে না হলে তারাও ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বিষয়টি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানোর কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)।

LEAVE A REPLY