অনলাইনে যেভাবে পাবেন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট

অবশেষে বহুল প্রতীক্ষিত অনলাইন টিকেটিং সিস্টেম চালু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৮ মার্চ শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে আজ বৃহস্পতিবার অনলাইনে টিকিট বিক্রির ঘোষণা দিল বিসিবি। এবার জেনে নিন, কীভাবে টিকিট কাটবেন।

অনলাইনে টিকিট কাটতে হলে www.tigercricket.com.bd লিংকে যেতে হবে। টিকিট কাটার আগে করতে হবে রেজিস্ট্রেশন। এজন্য অবশ্যই একটি বৈধ জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে। একটি আইডি দিয়ে সর্বোচ্চ দুটি টিকিট ক্রয় করা যাবে। এখানেই শেষ নয়, অনলাইনে টিকিট কাটার পর ক্রেতাকে একটি কোড দেওয়া হবে। সেই কোড এবং বৈধ জাতীয় পরিচয়পত্র নিয়ে নির্দিষ্ট বুথে গিয়ে সশরীরে টিকিট সংগ্রহ করতে হবে। সিলেট পর্বের জন্য সিলেট জেলা স্টেডিয়ামের মূল ফটকে আলাদা বুথের ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, আজ ১৬ মার্চ বৃহস্পতিবার রাত ৯টা থেকে অনলাইনে টিকিট ছাড়া হবে এবং আগামীকাল ১৭ মার্চ শুক্রবার দুপুর ১টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। টিকিট কেনার পর অনলাইন বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে ম্যাচের আগের দিন পর্যন্ত। সময়- সকাল ৯.৩০ থেকে সন্ধ্যা ৬টা। এছাড়া বরবারের মতো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আর জেলা স্টেডিয়ামের বুথ থেকে সশরীরে টিকিট কাটা যাবে। অনলাইন এবং অফলাইনের জন্য সর্বনিম্ম টিকিট মূল্য ২০০ টাকা আর সর্বোচ্চ ১৫০০ টাকা।

LEAVE A REPLY