রাহুল-জাদেজার ব্যাটে ভারতের জয়

KL Rahul tests positive for Covid-19 ahead of Windies T20Is, Jadeja doubtful for ODIs.

ছবি : বিসিসিআই

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও দাপট দেখাল স্বাগতিক ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত জিতেছে ৫ উইকেটে। অজিদের দেওয়া ১৮৯ রানের লক্ষ্যে ভারত পৌঁছে ৬৭ বল হাতে রেখে।

রান তাড়া করতে নেমে ৮৩ রানে ৫ উইকেট হারিয়েছিল ভারত। এরপর ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটি গড়ে ভারতকে জয়ের বন্দরে নোঙর করান লোকেশ রাহুল ও রবিন্দ্র জাদেজা। ৯১ বলে ৭৫ রানের হার না মানা ইনিংস খেলেন রাহুল। জাদেজা অপরাজিত থাকেন ৪৫ রানে। এছাড়া ওপেনার শুভমান গিলের ব্যাট থেকে ২০ ও অধিনায়ক হার্দিক পান্ডের ব্যাট থেকে ২৫ রান আসে। অজি পেসার মিচেল স্টার্ক ৪৯ রানে তিন উইকেট পান।

এর আগে, টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৮৮ রানে অলআউট করে দেয় ভারতীয় বোলাররা। মিচেল মার্শের ৬৫ বলে ৮১ রানের ইনিংসের পরও অস্ট্রেলিয়া বড় স্কোর পায়নি অন্য ব্যাটারদের ব্যর্থতায়। ভারতীয় পেসার মোহাম্মদ শামি ৬ ওভারে মাত্র ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট পান। আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষ বোলার মোহাম্মদ সিরাজ ৩ উইকেট শিকার করেন ২৯ রান দিয়ে। এ ছাড়া রবীন্দ্র জাদেজা নেন দুটি উইকেট। ম্যাচসেরার পুরস্কার উঠেছে জাদেজার হাতে।

LEAVE A REPLY