ক্রিকইনফো’র বর্ষসেরা পুরস্কার জিতলেন মিরাজ-এবাদত

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। দুটি ভিন্ন ক্যাটাগরিতে সেরা হয়েছেন এই দুজন।

২০২২ সালের সেরা ওয়ানডে ইনিংসের পুরস্কার জিতেছেন মিরাজ। অন্যদিকে, এবাদত হোসেন জিতেছেন সেরা টেস্ট বোলিংয়ের পুরস্কার। গতবছর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচে আট নম্বরে নেমে শতক হাঁকিয়ে দলের জয়ে অবদান রেখেছিলেন মিরাজ। ৮৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন তিনি। এই সিরিজেই ডাবল সেঞ্চুরি (১৩১ বলে ২১০) করেন ইশান কিশান। সেই ডাবল সেঞ্চুরির ইনিংসকে পেছনে ফেলে মিরাজের ইনিংসটি জিতে নিয়েছে ক্রিকইনফো’র বর্ষসেরা ওয়ানডে ইনিংসের পুরস্কার।

অন্যদিকে, ২০২২ সালের শুরুর দিকে মাউন্ট মুঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট নায়ক ছিলেন পেসার এবাদত হোসেন। ৪৬ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানেই গুটিয়ে দিয়েছিলেন তিনি। এবাদতের সেই বোলিং ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট বোলিংয়ের স্বীকৃতি পেয়েছে।

LEAVE A REPLY