আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হাসেনি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের ব্যাট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ বলে মাত্র ৩ রান করেই সাজঘরে ফিরলেন তিনি। দলীয় ১৫ রানে মার্ক এডেয়ারের বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন তামিম।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৫ ওভারে ১ উইকেটে ৩১ রান। লিটন দাস ১৩ বলে ১৪ ও নাজমুল হোসেন শান্ত ৮ বলে ৭ রানে ব্যাট করছেন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও ভালো কাটেনি তামিম ইকবালের। ৩ ম্যাচে করেছিলেন মাত্র ৬৯ রান। স্ট্রাইক রেট ছিল মাত্র ৬৬.৯৯।
ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল তৌহিদ হৃদয়ের। আজ ওয়ানডেতেও অভিষেক হচ্ছে তাঁর। সদ্যঃসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন হৃদয়। ১২ ইনিংসে ৩৬.৬৪ গড়ে তিনি করেছিলেন ৪০৩ রান। হৃদয়ের স্ট্রাইক রেট ছিল ১৪০-এরও বেশি। তাঁর চেয়ে বেশি রান করেছিলেন শুধু নাজমুল হোসেন শান্ত (৫১৬) ও রনি তালুকদার (৪২৫)। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই ইনিংসে যথাক্রমে ২৪ ও ১৭ রান করেন হৃদয়।
চোটের কারণে আজ খেলা হচ্ছে না মেহেদী হাসান মিরাজের। গতকাল অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি।