তিন লাখ ডলারের বিদেশি উপহারের তথ্য লুকিয়েছেন ট্রাম্প

প্রেসিডেন্ট থাকাকালীন পাওয়া প্রায় তিন লাখ মার্কিন ডলার মূল্যের বিদেশি উপহারের তথ্য দিতে ব্যর্থ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবার। যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটিতে শুক্রবার ডেমোক্র্যাটদের প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এই তালিকায় মধ্যে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য বিদেশি সরকারি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া ১০০টিরও বেশি অপ্রকাশিত বিদেশি উপহার রয়েছে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার পরিবার ১১৭টি অপ্রকাশিত বিদেশি উপহার পেয়েছেন, যার মূল্য প্রায় দুই লাখ ৯১ হাজার মার্কিন ডলার। ট্রাম্পের মেয়ে ইভাংকা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার এবং তাদের সন্তানদের পাওয়া কিছু বিদেশি উপহারও তালিকাভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘কেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আইন অনুসারে এই উপহারগুলো জনসাধারণের কাছে প্রকাশ করতে ব্যর্থ হয়েছিলেন, এই অপ্রতিবেদিত বিদেশি উপহারগুলোর আবিষ্কার সে সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে।’

বিদেশি উপহার এবং অলংকরণ আইন প্রেসিডেন্ট এবং ফেডারেল কর্মকর্তাদের বিদেশি সরকারের কাছ থেকে পাওয়া ‘ন্যূনতম মূল্যের’ চেয়ে বেশি মূল্যের ব্যক্তিগত উপহার রাখতে নিষেধ করে। বর্তমানে এই ‘ন্যূনতম মূল্যের’ পরিমাণ ৪১৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এই পরিমাণের ওপরের উপহারগুলো অবশ্যই সর্বজনীনভাবে প্রকাশ করতে হবে এবং জাতীয় সংরক্ষণাগারে হস্তান্তর করতে হবে।

সূত্র : আনাদোলু

LEAVE A REPLY