ডিসির সিনেমা পরিচালনায় আগ্রহী নন বেন অ্যাফ্লেক

বেন অ্যাফ্লেক

বেশ কিছুদিন ধরেই তীব্র গুঞ্জন ছিল যে ডিসি স্টুডিওর জন্য পরবর্তী সিনেমা পরিচালনা করবেন বেন অ্যাফ্লেক। একটি ব্যাটম্যান চলচ্চিত্রে অভিনয় এবং সেটি পরিচালনাও করবেন বেন অ্যাফ্লেক, এমন গুঞ্জন সম্পর্কে এবার মুখ খুললেন অভিনেতা। জানালেন, তিনি ডিসির চলচ্চিত্র পরিচালনা করছেন না। বিশেষ করে নতুন ডিসি স্টুডিওর সিইও জেমস গান এবং পিটার সাফরানের অধীনে তিনি কোনো চলচ্চিত্র পরিচালনা করতে আগ্রহী নন।

দ্য হলিউড রিপোর্টারের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনে বেনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ডিসি স্টুডিওর জন্য কোনো সুপারহিরো চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন কিনা। জবাবে বেন বলেছেন, “আমি জেমস গানের অধীনে ডিসির জন্য কিছু নির্মাণ করব না। একেবারেই না। জেমস গানের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। চমৎকার লোক তিনি। নিশ্চিতভাবেই দুর্দান্ত কাজ করতে যাচ্ছেন। কিন্তু তারা যেভাবে কাজ করছে, আমি সেখানে যেতে চাই না এবং নির্দেশনাও দিতে চাই না। আমি এতে আগ্রহী নই।”

এর আগে জেমস গান তার টুইটার থেকে জানিয়েছিলেন যে বেন একটি নতুন চলচ্চিত্র পরিচালনা করতে পারেন। তিনি লিখেছিলেন, “বেনের সাথে দেখা হয়েছিল। তিনি একটি চলচ্চিত্র পরিচালনা করতে চেয়েছিলেন এবং আমরা চাই তিনি পরিচালনা করুক। আমাদের শুধু সঠিক প্রকল্প খুঁজে বের করতে হবে। বেন অতীতে ‘লাইভ বাই নাইট’ এবং ‘আর্গো’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। এর আগে, বেন স্বতন্ত্র ব্যাটম্যান মুভিটি পরিচালনা করার পরিকল্পনা করেছিলেন, যেখানে তিনি ব্যাটম্যানের সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা দিকটি তৈরিতে ফোকাস করতে চেয়েছিলেন। দুর্ভাগ্যবশত তিনি একটি আদর্শ চিত্রনাট্যে এটিকে আনতে পারেননি এবং পরিচালক ম্যাট রিভসকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন।”

সূত্র : এন্টারটেইনমেন্ট টুনাইট

LEAVE A REPLY