চিন্ময়ী শ্রীপদা
গায়িকা চিন্ময়ী শ্রীপদা বরাবরই স্পষ্টবক্তা হিসাবে পরিচিত। ‘চেন্নাই এক্সপ্রেস’-এর ‘তিতলি’ খ্যাত গায়িকা শ্রীপদা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সংস্পর্শে থাকেন নিয়মিত। বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনা করেন খোলামেলা সব প্রসঙ্গেও। এবার নিজের ফলোয়ারদের যৌন পরামর্শ দিলেন চিন্ময়ী। সেই সঙ্গে জানালেন পর্নোগ্রাফি দেখে যৌনতা শেখা থেকে বিরত থাকতে।
অভিনেত্রীর মতে, যৌন চাহিদা নিয়ে খোলাখুলি কথা বলতে আপত্তি কোথায়? নিজের সাম্প্রতিকতম ইনস্টাগ্রাম পোস্টে পুরুষতান্ত্রিকতাকে আঘাত করলেন চিন্ময়ী। প্রথমবার সঙ্গমে লিপ্ত হওয়ার পর মেয়েদের রক্তপাত হলে যে সকল পুরুষ তার সঙ্গীকে বাহবা জানান তাদের লজ্জিত হওয়া উচিত বলেও মনে করেন শ্রীপদা। এছাড়া সেই সকল মেয়েদের উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং খোলাখুলি এটা নিয়ে কথা বলা। কারণ এটা স্বাভাবিক নয়। চিন্ময়ী বলেন, ‘নারী শরীর সম্পর্কে বিভ্রান্তি তৈরি করা তথ্য, ভিডিও ও রিল বিরক্তিকর এবং ভুলভাল।’

চিন্ময়ী আরো বলেন, “সঙ্গমের সময় রক্তপাতের অর্থ এই নয় যে সেই নারী ভার্জিন। হতে পারে তিনি ‘ভ্যাজিনিসমাস’ নামক শারীরিক পরিস্থিতির শিকার। অনেক নারীই এই রোগে আক্রান্ত হন। এই অবস্থায় যোনির পর্দার পেশি খুবই শক্ত থাকে। ফলে যৌন মিলন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। চিন্ময়ী বলেন, ‘যদি যৌন সঙ্গমের সময় কোনো নারী যন্ত্রণা পান, তাহলে সেটা স্বাভাবিক পরিস্থিতি নয়। তাহলে বুঝতে হবে শরীর পেনিট্রেশন বা যৌনমিলনের জন্য তৈরি নয়’।
চিন্ময়ীর কথায় সেক্স নিয়ে সবচেয়ে বেশি ভ্রান্ত ধারণা তৈরি হয়ে পর্নোগ্রাফি দেখে কিংবা যেসব পুরুষ পর্নোগ্রাফি দেখেন তাদের থেকে টিপস নিলে। তিনি অনুরাগীদের সতর্ক করে জানান, ‘যৌনতা বিষয়ে পর্নোগ্রাফিক ছবি থেকে কোনো ধারণা নেবেন না। সেটা ক্ষতিকারক’।
সেক্স এডুকেশন নিয়ে চিন্ময়ীর এই ভিডিওটি এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আপাতত মিউজিক ইন্ডাস্ট্রি চিন্ময়ীর ওপর অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। গীতিকার ভীরামুত্থুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনায় এই পরিস্থিতির সম্মুখীন হন গায়িকা। তবে জোর গলায় নিজের পক্ষ রাখতে পিছপা হননি চিন্ময়ী। এখনো নিয়মিত খোলামেলা কথা বলতে ভয় পাননা এই গায়িকা।
সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা