দিল্লিতে প্লাস্টিক ব্যাগে মিলল নারীর দেহাবশেষ

প্রতীকী ছবি

ভারতের দিল্লিতে আবারও পরিত্যক্ত এলাকা থেকে নারীর কাটা মাথা এবং দেহাবশেষ উদ্ধার হলো। দিল্লি পুলিশ ঘটনা নিশ্চিত করেছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার সকালে একটি প্লাস্টিক ব্যাগে এক নারীর দেহাবশেষ পাওয়া গেছে বলে তাদের কাছে খবর আসে। দক্ষিণ-পূর্ব দিল্লির সরাই কালে খান এলাকায় নির্মীয়মাণ মেট্রো স্টেশনের নীচ থেকে উদ্ধার করা হয় দেহাবশেষগুলো। নারীর কাটা মাথাটিও ওই প্ল্যাস্টিকের ব্যাগে পাওয়া যায়। নিহতের পরিচয় জানতে দেহাবশেষগুলো এইমসের ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে।

পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহটি টুকরা টুকরা করে ফেলে দেওয়া হতে পারে। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

দিল্লি পুলিশের উপকমিশনার রাজেশ দেও জানিয়েছেন, নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। জানা গেলে তদন্তের দ্রুত কিনারা হবে।

এই ঘটনায় অনেকেই শ্রদ্ধা ওয়ালকার খুনের ছায়া দেখতে পাচ্ছেন। লিভ-ইন সঙ্গী শ্রদ্ধাকে খুন করে তার দেহকে টুকরা টুকরা করে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল আফতাব আমিন পুনাওয়ালার বিরুদ্ধে। তদন্তকারীদের সামনে খুনের কথা স্বীকারও করেছিলেন তিনি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY