শাকিব খান ও ইমন
রাজার মতো কামব্যাক করবেন শাকিব খান―এমনটাই মনে করেন চিত্রনায়ক ইমন। এক ফেসবুক পোস্টে এ কথা বললেন ঢাকাই সিনেমার এ অভিনেতা।
শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণ’-এর অভিযোগ করেছিলেন প্রযোজক রহমত উল্লাহ। এরপর রহমত উল্লাহর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন শাকিব খান। রবিবার (১৯ মার্চ) শাকিব খান ডিবি কার্যালয়ে গিয়ে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এই অভিযোগ করেন।
আবেদনে শাকিব দাবি করেছেন, রহমত উল্লাহ কোনো প্রযোজক নন। তিনি প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তার বিরুদ্ধে আজেবাজে, মিথ্যা ও প্রপাগান্ডা ছড়িয়েছেন।
ডিবি প্রধান বলেন, ‘আমরা সেটা খতিয়ে দেখব, তদন্ত করে দেখব। তদন্তে নায়ক শাকিবের করা লিখিত অভিযোগের সত্যতা মিললে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
এদিকে শাকিবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে চিত্রনায়ক ইমন কথা বললেন। তিনি বলেন, ‘বনেজঙ্গলে যে গাছটা সবচেয়ে বড় থাকে, সেই গাছে ঝড়-বাতাস বেশি লাগে। কিন্তু ঝড়ের পরে সেই গাছটাই উঁচু হয়ে থাকে। আপনি আমাদের সুপারস্টার।’
ইমনের ভাষ্য, ‘একজন শাকিব খান আমার বড় ভাই, সহকর্মী। বিশ্বাস করি সব সমস্যার সঠিক সমাধান হয়ে আপনি রাজার মতো কামব্যাক করবেন।’
এদিকে শাকিবের পক্ষে জোরালো কণ্ঠ তুলেছেন প্রাক্তন শবনম ইয়াসমিন বুবলী।