প্রতীকী ছবি
চলতি মার্চ মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স বা প্রবাস আয় এসেছে ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। দিনে আসছে প্রায় ৭৩৩ কোটি টাকা।
রোজার আগেই বেশি বেশি আসছে রেমিট্যান্স। রমজান মাসে খরচ বৃদ্ধির কারণে প্রবাসীরা পরিবারে বেশি বেশি অর্থ পাঠানো শুরুর কারণে রেমিট্যান্স বাড়ছে। ঈদের আগে পরিমাণ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
প্রবাস আয়ের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেকর্ড ২ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার বা ২২ হাজার ৭১৪ কোটি টাকার প্রবাস আয় আসবে দেশে।
রবিবার (১৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। মার্চ মাসের প্রথম ১৭ দিনে এসেছে ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। মার্চের রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাস আয়ের অঙ্ক ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।
এর আগে সদ্যঃসমাপ্ত ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স বা প্রবাস আয় ছিল ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ১৬ হাজার ৭০ কোটি টাকা। গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাস আয় এসেছিল ১৪৯ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার।