ছবি: আনন্দবাজার।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানের বেশ কিছুসংখ্যক সমর্থক ও সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল লাহোর ও ইসলামাবাদ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ইমরানের গ্রেপ্তার সমর্থকদের বিরুদ্ধে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীদের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং আদালত প্রাঙ্গণের বাইরে গোলযোগ সৃষ্টির অভিযোগে সন্ত্রাসবাদের মামলা করা হয়েছে। ইমরান খানের সহযোগী ফাওয়াদ চৌধুরী জানান, লাহোর ও ইসলামাবাদে পিটিআইয়ের ২৮৫ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। লাহোরের পুলিশপ্রধান বিলাল কামিয়ানা বলেন, ‘তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা করা হয়েছে।’ ইমরান খান বলেছেন, তাঁকে কোনো একটি মামলায় দোষী সাব্যস্ত করা গেলেই নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করা যাবে।