সংযুক্ত আরব আমিরাতের আলোচিত ব্যবসায়ী ও বাংলাদেশে পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানকে দুবাই পুলিশ আটক করেছে বলে গুঞ্জন উঠেছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত নয় বাংলাদেশ পুলিশ। তাদের পক্ষ থেকে আটকের বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
এর আগে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করে। এরপর গতকাল সোমবার রাতেই দুবাই পুলিশ তাকে আটক করে বলে গুঞ্জন ওঠে।
তবে ঢাকা পুলিশের একাধিক সূত্র কালের কণ্ঠকে বলেছে, ইন্টারপোলের রেড নোটিশের পর দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান দুবাই পুলিশের নজরদারিতে আছেন। তবে আটকের বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ পুলিশ।
এর আগে সোমবার (২০ মার্চ) পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। ইন্টারপোল সেই আবেদন গ্রহণ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবরা বিকেল পর্যন্ত ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় বাংলাদেশের ৬২ জনের নাম ছিল। সেখানে আরাভ খান বা রবিউল ইসলামের নাম ছিল না।
গতকাল আইজিপি বলেছিলেন, ‘পলাতক আসামি আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। কিছুক্ষণ আগে খবর এসেছে, ইন্টারপোল আমাদের আবেদন গ্রহণ করেছে। আরাভ খানকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দেশ ছেড়ে পালানোর পেছনে কোনো পুলিশ কর্মকর্তা জড়িত কি না তা-ও তদন্ত করা হবে।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তাকে (আরাভ খান) গ্রেপ্তার করা হলে সেই দেশের সরকার আসামির বিচার শুরু করবে। আর আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হলে আসামি প্রত্যর্পণ চুক্তির প্রয়োজন হবে।
দেশবরেণ্য ভাস্কর, টিএসসির স্বোপার্জিত স্বাধীনতাসহ বহু বিখ্যাত ভাস্কর্য নির্মাণ করে অনন্য খ্যাতি অর্জন করা শামীম শিকদার আর নেই। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি।
তার পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনি রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
কোয়ালিশের উদ্যোগে আইএলও কনভেনশন-১৯০ বাংলাদেশ সরকারের অনুসমর্থনের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৮টি ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং ৪টি এনজিওর আইএলও কনভেনশন ১৯০ অনুস্বাক্ষরে গঠিত একটি কোয়ালিশন।
বাংলাদেশ সেন্টার ফর ওয়াকার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে কোয়ালিশনের বিভিন্ন সংগঠনের বক্তারা বলেন, আমরা যতই লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলি না কেন নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা দিনদিন দৃশ্যমান হচ্ছে। নারীরা কর্মক্ষেত্রে বিশেষ করে গণপরিবহনে, রাস্তাঘাটে ও তাদের আবাসস্থলে প্রতিনিয়ত যৌন হয়রানির স্বীকার হচ্ছে- এমন দৃশ্যই উঠে এসেছে বাংলাদেশ সেন্টার ফর ওয়াকার্স সলিডারিটির গবেষণায়। মাঠ পর্যায়ে ৪২০ জন পোশাক শ্রমিকের ওপর এই গবেষণা পরিচালিত হয়।
বক্তারা আরো বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা একটি বহুমাত্রিক সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য সরকার, কারখানা প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণ প্রয়োজন। সহিংসতা ও যৌন হয়রানির সুনির্দিষ্ট আইনের অভাব এবং উচ্চ আদালতের নির্দেশনা পালন না করার কারণে ও সচেতনতার অভাবে এই অপরাধ দিনদিন বেড়েই যাচ্ছে। যার ফলে ভুক্তভোগীরা সঠিক সুরক্ষা পাচ্ছে না।
মানববন্ধনে সমস্যাগুলো সমাধানের জন্য সুনির্দিষ্ট আইন ও বিধি প্রণয়নের মাধ্যমে সরকারের কাছে কনভেনশন-১৯০ অনুসমর্থনের দাবি জানিয়েছে কোয়ালিশন। এ সময় উপস্থিত ছিলেন কোয়ালিশনের ১২ টি সংগঠনের প্রতিনিধি, কারখানা পর্যায়ের ট্রেড ইউনিয়ন প্রতিনিধিসহ গার্মেন্টস কারখানাসমূহের শ্রমিক প্রতিনিধিরা।
বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি নিরসনে ২০১৯ সালে ২১ জুন আইএলও’র ১০৮ তম অধিবেশনে একটি কনভেনশন গৃহিত হয় যা কনভেনশন-১৯০ নামে পরিচিত।
রেলওয়ে সূত্র বলছে, আসন্ন ঈদ যাত্রায় ১০টি বিশেষ ট্রেন চালানো হবে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর আগামী ১৫ এপ্রিল থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে।
রেলের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী কালের কণ্ঠকে বলেন, ‘শুধু ঈদের পাঁচ দিনের টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি করা যায় কি না সে বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কাল সকালে আরো একবার বসা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানাবেন।’