হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ঊর্মিলা

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর

হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এর আগে জানা গিয়েছিল, শুটিং এর চাপ ও অনিয়মিত ঘুমের কারণে উচ্চ রক্তচাপসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন ঊর্মিলা। এদিকে নতুন করে মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে অসুস্থতাবোধ করছিলেন এই অভিনেত্রী।

সকালে তাঁকে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত  হয়েছেন। এরপর সিসিউতে ভর্তি নেওয়া হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ থাকায় ও শুটিং এর চাপে অনিমিয়তি জীবনযাপনের করছিলেন ঊর্মিলা। আর এ কারনেই প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। গত রাতে আবারও হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে তার হার্টে বেশ কিছু জটিলতা ধরা পড়েছে। 

এ মুহূর্তে তিনি বেশি কথা বলতে পারছেন না। সবার কাছে তার পরিবার দোয়া চেয়েছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারেন।

উর্মিলা অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

LEAVE A REPLY