দুরন্ত টিভিতে দুই ইরানি সিনেমা

শিশুদের কাছে জনপ্রিয় দুরন্ত টিভি হাজির হলো নতুন দুটি সিনেমা নিয়ে। দুটি সিনেমাই ইরানের। দুরন্ত টিভি প্রকাশ করবে বাংলায় ডাবিং করে।

দুটি সিনেমার একটি ‘মোবারক’। অন্যটি ‘রানা সাইলেন্স’। তার মধ্যে ‘মোবারক’ নাটকে দেখা যাবে গোলপরীর দাদা পুতুলনাচ দেখান। বিশেষ করে শাহনামার চরিত্রগুলো তার খুব প্রিয়। তার পুতুলগুলো যখন একা থাকে তখন তারা জীবন্ত হয়ে ওঠে। কিন্তু গোলপরী তার দাদার এই পুরাতন আমলের পুতুল পছন্দ করে না। গোলপরী নিজে একজন গল্পকার। সে রোবট এবং আধুনিক পুতুল নিয়ে গল্প লেখে। গল্পের চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে। একসময় গোলপরীর দাদার পুতুলগুলো শত্রুরা চুরি করে নিয়ে যায়। গোলপরী পুতুলগুলো উদ্ধার করতে যায়। তাকে নানা বিপদের মুখোমুখি হতে হয়। 

দুরন্ত টিভির বাংলা ভাষান্তরিত ইরানি সিনেমা ‘মোবারক’ প্রচার হবে ২৪ মার্চ বিকেল ৩টায়। 

‘রানা সাইলেন্স’ সিনেমায় দেখা যাবে উত্তর ইরানের একটি গ্রামের ছোট্ট একটি মেয়ে রানা। তার একটি বিশেষ প্রজাতির পোষা মুরগি হলো কাকলী। কাকলীর ডিমের খোসার ওপর ছবি এঁকে, আর ভাই রহমানের সাথে কাকলীর মতো ছানা পাওয়ার আশায় ডিম বাছাই করে সময় কাটে রানার। একদিন কাকলীকে শিয়াল শিকার করলে খুব বিষণ্ন হয়ে পড়ে রানা, শোকে নির্বাক হয়ে যায় সে। একসময় রানার পরিবার জানতে পারে কাকলীকে শিয়াল নয়, বরং দুষ্টু লোকের দল চুরি করে নিয়ে গেছে। নানা প্রচেষ্টার পর কাকলীকে উদ্ধার করা হয়। কাকলীকে ফিরে পেয়ে রানা আবার কথা বলা শুরু করে। 

পোষা প্রাণীর প্রতি ভালোবাসার অসাধারণ গল্প নিয়ে নির্মিত সিনেমাটি প্রচারিত হবে ২৫ মার্চ রাত ১০টায়। 

LEAVE A REPLY