প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে এবার আদালতে গেছেন শাকিব খান। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আরফাতুল রাকিবের আদালতে পৌঁছেন।
এর আগে এই প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান মডেল থানায় গিয়েছিলেন শাকিব খান। তখন শাকিবকে আদালতে মামলা করার পরামর্শ দেয় গুলশান থানা পুলিশ।
থানা থেকে বের হয়ে শাকিব খান তখন সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কি না, আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন। যেহেতু ভুয়া অভিযোগ এসেছে, আমি আইনি পদক্ষেপ নিতে থানায় এসেছিলাম।
এরপর এসব বিষয় নিয়ে ডিবি অফিসেও গিয়েছিলেন এই চিত্রনায়ক। এবার গেলেন আদালতে।
২০১৬ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’-এর শুটিংকালে শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণসহ বেশ কিছু বিষয়ে গুরুতর অভিযোগ আনেন রহমত উল্লাহ।
এ