টানা তিন ‘গোল্ডেন ডাক’ সূর্যকুমারের

বোলারদের বেদম পেটানোই সূর্যকুমার যাদবের কাজ। বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটকে শাসন করছেন এই ভারতীয় ব্যাটার। টি-টোয়েন্টির ব্যাটারদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা তো দীর্ঘদিন ধরেই তার দখলেই। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেই সূর্যকুমারই যেন ব্যাটিংটা ভুলে গেছেন। তিন ম্যাচের সিরিজে তিনবার ব্যাটিং পেয়েও কোনো রান করতে পারেননি সূর্য।

তিন ম্যাচেই আউট হয়েছেন প্রথম বলে। প্রথম দুই ম্যাচে মিচেল স্টার্কের বলে এলবিডাব্লিউয়ের শিকার হয়েছিলেন। আর আজ অ্যাশটন অ্যাগারের বলে হয়েছেন পরিস্কার বোল্ড। সূর্যের আউটের পর শেষ ওয়ানডেতে চাপেই পড়ে গেল ভারত। অজিদের দেওয়া ২৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের স্কোর এখন ৩৮ ওভারে ৬ উইকেটে ১৯৮ রান। হার্দিক পান্ডিয়া ২৫ বলে ৩০ ও রবিন্দ্র জাদেজা ১১ বলে ৮ রানে ব্যাট করছেন।

৭২ বলে ৫৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ১৭ বলে ৩০ রান। এছাড়া শুভমান গিল ৩৭, লোকেশ রাহুল ৩২ ও অক্ষর প্যাটেল ২ রান করে আউট হয়েছেন।

LEAVE A REPLY