সিরিজ হারের ম্যাচে বারবার মেজাজ হারালেন রোহিত

কুলদীপের ওপরেই দুইবার রেগে যান রোহিত। ছবি : এএফপি

ভারতকে তাদের মাটিতে শেষ ওয়ানডে ম্যাচে ২১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। গতকালের সেই ম্যাচে বারবার মেজাজ হারাতে দেখা গেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। একটা সময় বলা হতো, রোহিত শর্মা ভারতের সাবেক অধিনায়ক ধোনির মতোই মাঠে মাথা ঠাণ্ডা রাখেন। সে কারণেই আইপিএলে তার এত সাফল্য। কিন্তু দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে মাঝে মাঝেই মেজাজ হারাচ্ছেন রোহিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠ ও মাঠের বাইরে পাঁচবার রেগে গেলেন ভারত অধিনায়ক।

অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ১১তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ দেন ট্রাভিস হেড। কিন্তু সেটা ধরতে পারেননি শুভমান গিল। ওই সময় রোহিতকে দেখে বোঝাই যাচ্ছিল, তিনি প্রচণ্ড রেগে গেছেন। পরে মাঠে কুলদীপ যাদবের ওপর দুইবার রেগে যান ভারত অধিনায়ক। একবার রিভিউ না নেওয়ার জন্য, অন্যবার রিভিউ নেওয়ার জন্য। প্রথম ক্ষেত্রে ভারতের বাঁহাতি স্পিনারের বল ডেভিড ওয়ার্নারের পায়ে লাগে। আউটের আবেদন করা হলে আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত জানান। কিন্তু রোহিতকে রিভিউ নিতে নিষেধ করেন কুলদীপ।

ভারতীয় স্পিনার মনে করেছিলেন, রিভিউ নিয়ে লাভ হবে না। এমন সময় মাঠের জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে রোহিতের মনে হয় রিভিউ নিলে আউট হয়ে যেতেন ওয়ার্নার। তখন রেগেমেগে কুলদীপকে কিছু কথা শোনান রোহিত। একই সময় রোহিতের কাছে এসে কথা বলেন বিরাট কোহলি। তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করেন। রোহিতকে তবু বিড়বিড় করতে দেখা যায়। দ্বিতীয় ক্ষেত্রে ম্যাচের ৩৯তম ওভারে কুলদীপের বল অ্যাস্টন অ্যাগারের প্যাডে লাগে।

সঙ্গে সঙ্গে আউটের আবেদন করেন কুলদীপ। ফিল্ড আম্পায়ার আউট দেননি। সামনে চলে আসেন রোহিত। কুলদীপ তখন রোহিতকে অনুরোধ করেন ডিআরএস নিতে। রোহিত প্রথমে রাজি হননি। উইকেটরক্ষক লোকেশ রাহুলও বলেন, বল উইকেটে ছিল না। কিন্তু কুলদীপের জোরাজুরিতে হেসে ফেলে সময় বাকি থাকার ২ সেকেন্ড আগে ডিআরএস নেন রোহিত। তার পরেই মাথা নিচু করে ফিরে যেতে দেখা যায় কুলদীপকে। ভাবখানা এমন, যেন তিনি মজা করে ডিআরএস নিতে বলেছেন। রোহিত সেটাকে সত্যি বলে ধরে নিয়েছেন।

কুলদীপের হাবভাব দেখেই রেগে যান রোহিত। প্রকাশ্যে সতীর্থ বোলারের ওপর ক্ষোভ প্রকাশ করতে থাকেন। চোখে আঙুল দেখিয়ে রোহিত বোঝানোর চেষ্টা করেন, কুলদীপ কি চোখে দেখতে পান না? কুলদীপও পাল্টা অধিনায়ককে ‘সরি’ বলেন। রোহিতের রাগ অবশ্য তাতে থামেনি। একটি ডিআরএস নষ্ট হওয়ায় ক্ষিপ্ত হয়ে যান তিনি। এখানেই শেষ নয়, ম্যাচের পর ধারাভাষ্যকারের সামনে দলের ক্রিকেটারদের উপর ক্ষোভ প্রকাশ করেন রোহিত।

দলের পরাজয়ের কারণ নিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় না খুব বড় রানের লক্ষ্য ছিল আমাদের। তবে দ্বিতীয়ার্ধে উইকেট একটি চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। তবু বলব, আমরা ভালো ব্যাট করতে পারিনি। জুটি তৈরি করা প্রয়োজন ছিল। একটাও ভালো জুটি তৈরি করতে পারিনি। এ ধরনের উইকেটে খেলেই আমরা বড় হয়েছি। এ রকম উইকেটেই আমরা খেলা শিখেছি। অথচ আমরা অনেকেই খারাপভাবে আউট হলাম। এভাবে খেললে জিততে পারব না। সেটা ক্রিকেটারদের বুঝতে হবে।’

LEAVE A REPLY