পরিচালক প্রদীপ সরকার
বলিউড ইন্ডাস্ট্রির আরেক গুণী পরিচালকের জবনাবসান। জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা প্রদীপ সরকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ‘পরিণীতা’, ‘লাগা চুনারি মে দাগ’, ‘মারদানি’ এবং ‘হেলিকপ্টার ইলা’-এর মতো হিট চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। জানা গেছে চলচ্চিত্র নির্মাতা এখন কিছু দিন ধরে ডায়ালাইসিসে ছিলেন এবং ২৪ মার্চ ভোর ৩টায় তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ভোর সাড়ে তিনটায় তিনি মারা যান।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, সান্তাক্রুজের একটি শ্মশানে প্রদীপ সরকারের শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে। অভিনেত্রী নীতু চন্দ্র চলচ্চিত্র নির্মাতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ছিলেন তার প্রথম পরিচালক। তিনি তার এবং তার বোনের খুব কাছের মানুষ।
এদিকে প্রদীপ সরকারের মৃত্যুতে অনেক বলিউড অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন। অভিনেতা অজয় দেবগন, রানি মুখার্জি, হানসাল মেহতার মতো তারকা শোক প্রকাশ করেছেন এই নির্মাতার প্রয়ানে।

বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন দিয়ে নির্মাতা হিসেবে তার কর্মজীবন শুরু করেন প্রদীপ সরকার। ২০০৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র ‘পরিণীতা’ দিয়ে ফিল্ম ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করার আগে তিনি বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিও পরিচালনা করেন। এরপর পরিণীতা, লাগা চুনারি মে দাগ, মারদানি’র মতো হিট ও প্রশংসনীয় চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া