মনীষাকে আজও ভোলেননি নানা পাটেকর!

নানা পাটেকার ও মনীষা কৈরালা

বলিউডে নায়ক-নায়িকার প্রেমের গল্প নতুন কিছু নয়। একে অপরের সঙ্গে জড়ানো, প্রেম, বিচ্ছেদ- এসব যেন নিত্যদিনের গল্প। পর্দার ভালোবাসা অনেক ক্ষেত্রেই ছাপ ফেলে তারকাদের বাস্তব জীবনেও। তেমনি বলিউডের দুই জনপ্রিয় তারকা বিশ্বনাথ ওরফে নানা পাটেকর এবং মনীষা কৈরালাও একই পথে হেঁটেছিলেন একসময়। দুইজনের গল্প অনায়াসেই হার মানায় বলিউডের চিত্রনাট্যকে। প্রেম, বিচ্ছেদ, ঈর্ষা- তাদের সম্পর্ক একসময়ে চর্চার রসদ জুগিয়েছে অনেককেই।

১৯৯৬ সালের চলচ্চিত্র ‘অগ্নিসাক্ষী’র সেটে দুইজনের দেখা। তখন সদ্য অভিনেতা বিবেক মুশরানের সঙ্গে মনীষার বিচ্ছেদ হয়েছে। তখনই তার মনে মনে একটু একটু করে জায়গা করে নিচ্ছিলেন নানা। তার নায়কসুলভ চেহারা ছিল না কখনোই। কিন্তু অভিনেতার জাদুতেই বুঁদ হয়েছিলেন সুন্দরী অভিনেত্রী। সিনেমার শুট চলাকালীনই সম্পর্কে জড়ান তারা।

সিনেমার দৃশ্যে একসঙ্গে মনীষা-নানা পাটেকার

সঞ্জয় লীলা বনশালীর ‘খামোসি’ সিনেমায় আরো একবার জুটি বাঁধেন তাঁরা। দুজনের রসায়ন নিয়ে তখন চর্চার শেষ ছিল না। তখন আর প্রেম নিয়ে কোনো রাখঢাক করেননি মনীষা। জানিয়ে দিয়েছিলেন, নানার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। অভিনেতাও তখন আর স্ত্রী নীলাকান্তির সঙ্গে থাকছিলেন না।

নানা-মনীষার প্রেমের পথটা যদিও বিশেষ মসৃণ ছিল না। নানা কারণে দুজনের মতবিরোধ হতো। শোনা যায়, মনীষাকে বিয়ে করতে রাজি ছিলেন না নানা। আর তা নিয়ে বিবাদ পৌঁছে যেত চরমে। মনীষার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি অভিনেত্রী আয়েশা জুলকার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন নানা। আয়েশার সঙ্গে নানার ঘনিষ্ঠতার খবর চাপা থাকেনি। বিষয়টি জানতে পারেন মনীষা। শুধু তাই নয়, একাধিক সংবাদমাধ্যমের দাবি, একটি বন্ধ ঘরে আয়েশার সঙ্গে নানাকে ধরে ফেলেন মনীষা। তার পরেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

সিনেমার দৃশ্যে একসঙ্গে মনীষা-নানা পাটেকার

তবে আয়েশার সঙ্গে নানার সম্পর্কও টেকেনি। কিন্তু বিচ্ছেদের বহু বছর পরেও মনীষাকে ভুলতে পারেননি অভিনেতা। এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিকার ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। নানা বলেছিলেন, ‘ও খুবই সংবেদনশীল একজন অভিনেত্রী। সবার সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজন ওর নেই। ওর সব আছে। আর তা যথেষ্ট।’

বহু বছর আগেই নানা-মনীষার প্রেম ভেঙেছে। তারা নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছেন নিজেদের। তবু দুই তারকার প্রেমের আখ্যান নিয়ে চর্চা আজও থামেনি বলিউডে।

সূত্র : নিউজ ১৮

LEAVE A REPLY