কারিনা কাপুর
ভারতের অন্যতম সফল ও আইকনিক চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল আসছে! এমনটাই জানালেন সিনেমাটির অভিনেত্রী কারিনা কাপুর। তবে জানালেন অভিযোগ আর অভিমানের সুরেই! হঠাৎ করেই নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। শুক্রবার (২৪ মার্চ) সকালে আমির খান, আর. মাধবন ও শারমান যোশীর একটি ছবি দেখিয়ে তিনি বলেন, এরা তিনজন একসাথে নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছেন। কিন্তু কী প্ল্যান করছেন সেটা কারিনাকেও বলেননি তারা! এর জন্য তিনি দুঃখ পেয়েছেন বলেও জানান। কারিনা অভিমানের সুরে বলেন, তাকে রেখেই থ্রি ইডিয়টস বানানোর পরিকল্পনা করছেন এই তিনজন।
সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে তিনজনকে একসাথে দেখা গেছে। কারিনা তখন আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন তার পরিবারের সঙ্গে। মজা করে কারিনা বলেন, তাকে ছাড়া এরকম প্লান করা ঠিক হয়নি। আমিরদের বিরুদ্ধে অনুযোগ করে বলেন, তাকে কিছু জানানো পর্যন্ত হয়নি। ফ্যানদের উদ্দেশ্য করে কী তাহলে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের হিন্ট দিচ্ছেন কারিনা?
২০০৯ সালে রিলিজ হওয়া ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় পিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা কাপুর। মূল চরিত্রে ছিলেন আমির খান। তারকাখচিত এই সিনেমার অন্যতম চরিত্র ছিল ভাইরাস। সেই চরিত্রে অভিনয় করেছিলেন বোমান ইরানি। এছাড়াও মিলিমিটার, রাজু, ফারহান, চতুর এমনকী লাইব্রেরিয়ান দুবে’জির নাম শুনলে এখনও সকলের মনে পড়ে যায় সিনেমার সেই সব আইকনিক দৃশ্য। আবার বউ বেশে কারিনার স্কুটারে চড়ে আসার দৃশ্য দেখলে এখনও ঝড় ওঠে হাততালির। তাই কারিনাকে ছাড়া ‘থ্রি ইডিয়টস’ যেন ভাবাই যায় না!
স্বাভাবিকভাবেই তাই কারিনাকে না জানিয়ে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল প্লান হচ্ছে দেখে আশ্চর্য তিনি। ভিডিওর শেষে তিনি বলেন, বোমান ইরানিকে ফোন করে জানতে হবে তাকেও এরকম ধোঁয়াশার মধ্যে রেখেছেন কিনা!
কারিনার এই ইঙ্গিত ‘থ্রি ইডিয়টস’ ফ্য়ানদের মধ্যে হইচই ফেলে দিয়েছে। ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ হিট হওয়ার পরে অনেকেই এর সিক্যুয়েলের জন্য অপেক্ষা করে ছিলেন। হয়তো এই অপেক্ষার অবসান হতে চলেছে। তবে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম দুই দলে ভাগ হয়ে গেছে। একদল এই ইঙ্গিত পাওয়ার পর থেকেই মুখিয়ে আছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের আশায়। আবার অন্যদিকে আরেকদল বলছে, ‘থ্রি ইডিয়টস’ একটি এভারগ্রিন ক্লাসিক সিনেমা, সিক্যুয়েল এলে এর স্বাদটাই নষ্ট হয়ে যেতে পারে।’
সূত্র : ইন্ডিয়া টুডে