পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ফাইল ছবি : এএনআই
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের কাছে নির্বাচনের জন্য কোনো তহবিল নেই। তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এআরওয়াই নিউজ এ তথ্য জানিয়েছে।
৩০ এপ্রিল থেকে ৮ অক্টোবরের মধ্যে অনুষ্ঠেয় আসন্ন নির্বাচনের বিষয়ে আলোকপাত করে মন্ত্রী বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) দেশের ‘অবণতি’, নিরাপত্তা পরিস্থিতি এবং ‘কঠিন’ আর্থিক পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করেছে।
নির্বাচন পরিচালনার জন্য তহবিলের অভাব সম্পর্কে কথা বলতে গিয়ে আসিফ বলেন, ‘আমি এই সত্যটি সম্পর্কে অবগত যে অর্থ মন্ত্রণালয় বলেছে, বর্তমান পরিস্থিতিতে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তাই তারা এই নির্বাচনের জন্য তহবিল সরবরাহ করতে সক্ষম না।’
এ ছাড়াও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের সমালোচনা করে খাজা আসিফ বলেছেন, তার হত্যার চেষ্টার অভিযোগ মিথ্যা। তিনি প্রথমে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়িয়েছিলেন। এখন তিনি তাকে দোষারোপ করছেন। প্রথমে তিনি তার ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন।
মন্ত্রী আরো বলেছেন, ইমরান খান অসাংবিধানিকভাবে প্রাদেশিক পরিষদ ভেঙে দিয়েছিলেন। কিন্তু অনাস্থা ভোটের মাধ্যমে সাংবিধানিকভাবে তাকে তার আসন থেকে বহিষ্কার করা হয়েছিল। এখন তিনি আদালতে হাজির হতে চান না।
পাক প্রতিরক্ষামন্ত্রী পিটিআই চেয়ারম্যানকে তার মেয়াদে পিএমএল-এন নেতাদের কারারুদ্ধ করার জন্যও দায়ী করেছেন। তিনি বলেছেন, ইমরান খানের তিন বছরের মেয়াদে তিনি নিজে জেলে ছিলেন এবং তার দলের নেতারাও জাল মামলায় আদালতের মুখোমুখি হয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, ইমরান খান প্রতিদিন দেশে সংকট তৈরি করছেন। কিন্তু বর্তমান সরকার সেগুলো মোকাবেলা করছে এবং পাকিস্তান শীঘ্রই এই সমস্ত সংকট থেকে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এআরওয়াই নিউজ প্রতিরক্ষামন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছে, সাবেক প্রধানমন্ত্রী মার্কিন ষড়যন্ত্রের একটি মিথ্যা বর্ণনা করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে দেশকে সাংবিধানিক সংকট থেকে বাঁচিয়েছিল।
এদিকে পাকিস্তানের সাধারণ নির্বাচন স্থগিত করার কারণে ইমরান খান সংবিধান লঙ্ঘনের বিষয়ে বিচারকদের নোটিশ নেওয়ার দাবি জানিয়েছে বলে এআরওয়াইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পিটিআই কর্মী ও সমর্থকদের ভিডিও লিংকের মাধ্যমে সম্বোধন করার সময় ইমরান বলেছেন, আইনের শাসন জাতির মৌলিক অধিকার। বিচারকদের সরকারের পদক্ষেপের নোটিশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাকিস্তান একটি সিদ্ধান্তমূলক পর্যায়ে যাচ্ছে।
পিটিআই প্রধান আরো বলেছেন, ‘শাসক মাফিয়া’ সংবিধানকে আক্রমণ করেছে। তিনি প্রশ্ন তোলেন, ৮ অক্টোবর সাধারণ নির্বাচনের নিশ্চয়তা কে দেবে?
সূত্র : এএনআই, এনডিটিভি, রিপাবলিক টিভি