যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর ধ্বংসযজ্ঞ, নিহত ১৯

টর্নেডো যুক্তরাষ্ট্রের গ্রামীণ মিসিসিপিজুড়ে বেশ কয়েকটি শহরকে ক্ষতিগ্রস্ত করেছে। ছবি : সিবিএস

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত ১৯ জন মারা গেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে টর্নেডোটি আঘাত হানে। বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, টর্নেডোর কারণে বেশ কয়েকটি গ্রামীণ শহরে ধ্বংসযজ্ঞ হয়েছে। সেখানে গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে গেছে। কয়েক হাজার বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। এ ছাড়া মিসিসিপিতে ভারি বৃষ্টিপাত এবং গলফ বলের আকারের শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।

মিসিসিপির শারকি কাউন্টির রোলিং ফর্ক শহরের বাসিন্দারা বলেছেন, একটি টর্নেডো তাদের বাড়ির পেছনের জানালাগুলো উড়িয়ে দিয়েছে।

আরো অনেক মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছিল। তবে শারকির আইন প্রয়োগকারী ইউনিট তাদের কোনো হিসাব দিতে পারেনি।

মিসিসিপির গভর্নর টেট রিভস টুইটারে জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তা প্রদান করছে।

রিভস লিখেছেন, ‘মিসিসিপির ডেল্টার অনেকেরই আজ রাতে আপনার প্রার্থনা এবং সৃষ্টিকর্তার সুরক্ষা প্রয়োজন। আবহাওয়ার রিপোর্ট দেখুন এবং রাতের বেলা সতর্ক থাকুন, মিসিসিপি!’

এদিকে দেশটির আরো কয়েকটি দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য শক্তিশালী ঝড়ের জন্য প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY