বিয়ের কার্ড ছাপা হলেও বিয়ে হয়নি সালমান-সঙ্গীতার!

সালমান খান ও সঙ্গীতা বিজলানি

ভারতের অন্যতম সেরা ব্যাচেলর তিনি। কোটি তরুণীর হৃদয়ের রাজা। তবু তার হৃদয়ে কার বাস? একজন বা দুইজন নয়, একাধিক রানীই রাজত্ব করেছেন তার হৃদয়ে। তবে কেউই চিরস্থায়ী হতে পারেননি। তিনি বলিউডের ভাইজান সালমান খান।

কবে বিয়ে করবেন সালমান খান? প্রতিনিয়ত এই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেতাকে। অভিনেতার জীবনে প্রেম এসেছে, প্রেম ভেঙেছে বারবার। কিন্তু অনেকেই হয়তো জানে না, একবার প্রায় বিয়ের কাছাকাছি গিয়েও বিয়ে ভেঙেছে সালমান খানের!

সালমান খান ও সঙ্গীতা বিজলানি

প্রাক্তন মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানির প্রেমে পড়েছিলেন সালমান। সেই গল্প সবারই জানা। সম্পর্কে জড়ানোর পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা দুজনে। শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। বিয়ের কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল। ১৯৯৪ সালের ২৭ মে বিয়ে করার কথা ছিল সালমান এবং সঙ্গীতার। কিন্তু তার আগেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাঁদের সম্পর্ক। কী এমন ঘটেছিল? 

সালমান এবং সঙ্গীতার মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটায় বিচ্ছেদ হয় এই জুটির। শোনা যায়, সঙ্গীতার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই অভিনেত্রী সোমি আলির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন সালমান। সালমানের বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে যান সঙ্গীতা। এত বড় ধাক্কা সামলে উঠতে পারেননি তিনি। বিয়ের ঠিক এক মাস আগে সালমানের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন সঙ্গীতা। এরপর প্রাক্তন ক্রিকেটার মুহাম্মদ আজারুদ্দিনের সঙ্গে সম্পর্কে জড়ান সঙ্গীতা। পরবর্তীতে তাকেই বিয়ে করেন অভিনেত্রী। ২০২০ সালে অবশ্য তাদেরও ১৪ বছরের দাম্পত্য জীবন ভেঙে যায়।

সালমান খান ও সঙ্গীতা বিজলানি

এদিকে সালমানের জীবনে এর পরেও প্রেম এসেছে একাধিকবার। ঐশ্বরিয়া থেকে হালের ক্যাটরিনা, কেউই বাদ যায়নি ভাইজানের প্রেমপর্ব থেকে। তবে এখনও বিয়ে করেননি তিনি। নিজের শর্তে, নিজের ছন্দেই জীবন কাটাচ্ছেন ভারতের এই মেগাস্টার।

সূত্র : নিউজ ১৮

LEAVE A REPLY