দুটি কথা নিয়ে ফিরছেন ওসি হারুন, আসছে ‘মহানগর ২’

আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘মহানগর’ ওয়েব সিরিজটির দ্বিতীয় কিস্তি ‘মহানগর ২’। ২০২১ সালে মুক্তি পাওয়া সিরিজটির প্রথম কিস্তিতে ওসি হারুন চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক মহলে তুমুল প্রশংসা কুড়ান মোশাররফ করিম। শুধু তাই নয়, সিরিজটি নিয়ে দুই বাংলায় রীতিমতো হইচই পড়ে যায়।

আজ শনিবার বিকেলে উন্মুক্ত হয় সিরিজটির দ্বিতীয় কিস্তি ‘মহানগর ২’-এর টিজার। ১ মিনিট ১০ সেকেন্ডের টিজারে হাজির হয়ে গল্পের ওসি হারুন দুটি কথা মনে রাখবেন- এক. নামটা হচ্ছে হারুন আর দুই. হারুন এত সহজে হারে না।

সেই সঙ্গে জানা যায়, আসছে ঈদুল ফিতরে ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিরিজ।

আশফাক নিপুণ পরিচালিত ‘মহানগর ২’-এ মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, নাসির উদ্দিন খান, খায়রুল বাসার প্রমুখ।

LEAVE A REPLY