যেভাবে ড্রেসিংরুমের পরিবেশ বদলে দিয়েছেন হাতুরাসিংহে

চন্দিকা হাতুরাসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হওয়ার পর থেকেই বদলে গেছে দলের আবহ। ধারাবাহিক সাফল্য আসছে। ড্রেসিংরুমেও নাকি আর গুমোট ভাব নেই। আজ বাংলাদেশের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহের কাছে প্রশ্ন করা হয়েছিল, নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের মধ্যে কী পরিবর্তন এসেছে? হাতুরা এর জবাবে ছোট করে ‘আমার মনে হয় না কিছু বদলেছে’ বললেও পরে জানালেন ড্রেসিং রুমের আবহে খানিকটা বদলের কথা।

চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে হাতুরা বলেন, ‘একই ক্রিকেটার, তাদের স্কিলও একই। আমার মনে হয় না কিছু বদলেছে। শুধু ড্রেসিং রুমের পরিবেশ একটু বদলেছে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে আলোচনা করি। আমি দলের মধ্যে মনস্তাত্ত্বিক নিরাপত্তা আনার চেষ্টা করেছি। তাদেরকে বলেছি ফল যেমনই হোক, তারা ভালো করুক বা ব্যর্থ হোক, তাদের মূল্য আছে। তারা আমাদের কাছে মূল্যবান এবং তাদের স্কিলসেটের কারণেই আমরা তাদের দলে নিয়েছি। এর বাইরে মনে হয় না, কিছু বদলেছে। আমি জানি না এর আগে কী হয়েছে, তবে স্কিল একই আছে।’

কীভাবে এলো এই পরিবর্তন? হাতুরার ভাষায়, ‘একটু আগেই বলেছি, একটি শব্দেই এটি তুলে ধরা যায়-মনস্তাত্ত্বিক নিরাপত্তা। বড় একটি শব্দ এটি। এর পেছনে অনেক ব্যাপার আছে। যেমন, আপনি এমন একটা পরিবেশ তৈরি করলেন, যাতে খেলোয়াড়রা ফলাফলের ব্যাপারে, এর প্রভাবের ব্যাপারে চিন্তা না করে নিজের সেরাটা উজাড় করে দিল। শুধু কোচ বা নির্বাচকেরা নন, এমনকি সতীর্থদের কাছ থেকেও… তারা যদি খোলা মনে চেষ্টা করতে পারে, এরপরও ব্যর্থ হয়- তবু ঠিক আছে।’

বাংলাদেশের প্রধান কোচ আরও বলেন, ‘তারা ওই একই খেলোয়াড়ই থাকবে, যাদের ওপর আমাদের আস্থা আছে। আমার মনে হয়, সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। এমনকি আমাদের মধ্যে, অন্য কোচরাও বলেছেন আমাকে, এটিই সবচেয়ে বড় পরিবর্তন। আমিও এটি তৈরি করার চেষ্টা করছিলাম। আমি জানি, এমন একটা পরিবেশ তৈরি করতে পারলে তারা নিজেদের সেরাটা দিতে পারবে। তাদের সেরাটাও যদি মাঝেমধ্যে যথেষ্ট না হয়, আমরা হারব। তা ঠিক আছে। খেলাটাই তো এমন।’

LEAVE A REPLY