বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন ক্রমশ ‘শক্তিশালী’ হচ্ছে। কিছুদিন আগে একটি ওয়েব সিরিজের বিশেষ প্রদর্শনীর পর আদিত্য-অনন্যা এবার হাঁটলেন র্যাম্পে। যদিও আদিত্যর ভাষ্য, প্রেম-বিয়ে নিয়ে ভাবছেন না তিনি।
এনডিটিভি জানিয়েছে, আদিত্য অভিনীত ‘গুমরাহ’ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে আদিত্যকে তার প্রেম-বিয়ে নিয়ে প্রশ্নের পর প্রশ্নে ছেঁকে ধরেন সাংবাদিকরা।
তিনি বলেন, হ্যাঁ, আমি জানি, সবাই প্রেম করছে, বিয়ে করছে। তবে আমি তেমন কোনো উত্তেজনা টের পাচ্ছি না এখনো। তাই আরেকটু সময় নেব, যখন সঠিক সময় আসবে, তখন নিশ্চয়ই হবে।
গত বছরের মাঝামাঝি সময় থেকে আদিত্য-অনন্যার প্রেমের কথা ভেসে বেড়াচ্ছে মুম্বাইয়ের সিনেমা ইন্ডাস্ট্রিতে। যদিও এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তাদের কেউ কিছুই বলেননি।
গতবছর মুম্বাইয়ের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়েছিলেন অনন্যা। সেখানে আদিত্যের দিকে ইঙ্গিত করে করণ বলেছিলেন, আমি তোমাদের আমার পার্টিতে দেখেছি। কী ঘটছে তোমাদের মাঝে বল তো?
সে সময় করণকে মাঝপথে থামিয়ে অনন্যা বলে বসেন, তুমি কিছু দেখোনি। তবে আদিত্য বেশ ‘হট’।
অনন্যার প্রেম নতুন কিছু নয়। এর আগেও নায়িকা জাহ্নবী কাপুরের প্রেমিক ঈশান খাট্টারের সাথে প্রেমে জড়ান তিনি। সেই প্রেম অবশ্য বেশি দিন চলেনি। আরও শোনা গিয়েছিল, ‘লাইগার’ সিনেমায় অভিনয় করতে গিয়ে দক্ষিণের হার্টথ্রব বিজয় দেবরাকোন্ডার সঙ্গে নাকি মন দেওয়া–নেওয়ার কাজটা অনন্যা গোপনে সেরে ফেলেছেন। এদিকে অতীতে আদিত্যের সঙ্গে নাম জড়িয়েছিল শ্রদ্ধা কপূরের সঙ্গে।
আগামী ৭ই এপ্রিল মুক্তি পেতে চলেছে আদিত্য ও ম্রুণাল ঠাকুর অভিনীত সিনেমা ‘গুমরাহ’।
সেই সঙ্গে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ড্রিম গার্ল ২’-এ দেখা যাবে অনন্যাকে। গতমাসে এই সিনেমার টিজার প্রকাশিত হয়েছে।