সাকিব-লিটনদের আইপিএলে যাওয়া নিয়ে যা বললেন মাশরাফি

ফাইল ছবি

আইপিএলের ষোড়শ আসর শুরুর আগে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসকে নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। ৩১ মার্চ থেকে শুরু আইপিএল। কিন্তু ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকায় বিসিবি আইপিএলের শুরুতে সাকিব-লিটনকে ছাড়তে চাইছে না। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, সাকিব-লিটনকে আইপিএলে যেতে না দেওয়ার কোনো মানেই হয় না।

আজ সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মাশরাফি। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘একটা টেস্ট ম্যাচের পর হয়তো যেতে পারবে। তারপরও আমার কাছে মনে হয়, যদি টেস্ট ম্যাচ ম্যানেজেবল হয় কাউকে দিয়ে…. (আইপিএলে) গেলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্যান্য কোনো দেশ তো কোনো ক্রিকেটারকে আটকাচ্ছে না। আমরা শুধু শুধু ইমোশনাল হয়ে তো লাভ নেই, তাই না?’

তিনি বলেন, ‘আমরা এদিকে তো অনেক ক্রিকেটারকে বদল করে খেলাচ্ছি। খেলাচ্ছি না, তা তো নয়। শুধু ওদের ক্ষেত্রেই যখন ভালো জায়গায় সুযোগ হয়, তখন বারবার আটকানো তো ঠিক নয়। ওদের সঙ্গে খোলামেলা আলাপ করা উচিত। ওরা যদি মন থেকে যেতে চায়, সেক্ষেত্রে… হোয়াই নট? আয়ারল্যান্ডের সাথে যেহেতু টেস্ট ম্যাচ আমার মনে হয়, কোনোভাবে ম্যানেজ করার সামর্থ্য আমাদের আছে। বিশেষ করে টেস্ট ম্যাচে।’

সমস্যার সমাধানে আইপিএলগামী ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন মাশরাফি, ‘আমি-আপনি এখানে মন্তব্য করার চেয়ে তারা তিনজন কী চায়, এটা খোলামেলা আলাপ করা উচিত। তাদের কী মন চাচ্ছে, তারা যদি যেতে চায়, অবশ্যই যেতে দেওয়া উচিত। দিনশেষে, সারা বিশ্বের ক্রিকেটাররাই তো যাচ্ছে। তো শুধু শুধু আমাদের আটকে রেখে লাভ কী! যেতেই হবে বা যেতে দিতেই হবে, সেটা তো (নয়)… সাকিবের সঙ্গে আলোচনা করতে হবে, লিটনের সঙ্গে করতে হবে। তারা অনেক কথা বলতে পারে, ম্যানেজমেন্ট থেকেও বলতে পারে। তারপর একটা বোঝাপড়া হবে।’

LEAVE A REPLY