রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই, প্রশ্ন হাইকোর্টের

ফাইল ছবি

নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামের এক নারীর মৃত্যুর কারণ এবং মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট। এর জন্য সুলতানা জেসমিনের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আদেশের জন্য রেখে রাষ্ট্রপক্ষকে এ নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত খবর নজরে এনে স্বপ্রণোদিত আদেশের আরজি জানালে প্রাথমিক শুনানির পর এ আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহলের দ্বৈত বেঞ্চ।

সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদনের সঙ্গে সুলতানা জেসমিনকে হেফাজতে নেওয়ার কারণ, কে বা কারা তাকে জিজ্ঞাসাবাদ করেছে, তাদের নাম-পদবী উল্লেখ করে বিস্তারিত একটি প্রতিবেদনও দিতে বলা হয়েছে রাষ্ট্রপক্ষকে। প্রতিবেদনে ওই নারীকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইন ও সর্বোচ্চ আদালতের আদালতের রায়ের নির্দেশনা মানা হয়েছে কিনা, তাও প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে।

নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু সংক্রান্ত প্রকাশিত খবর-প্রতিবেদন আজ সোমবার দুপুরে আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক। আদালতে এসব খবর উপস্থাপন করে তিনি বলেন, ‘গত বুধবার (১৯ মার্চ) তাকে (সুলতানা জেসমিনকে) আটক করে হেফাজতে নেয় র‌্যাব। আটক করার ৩১ ঘণ্টা পর তার বিরুদ্ধে মামলা হয়। আর হেফাজতে নেওয়ার পর অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গত শুক্রবার (২৪ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মাথায় আঘাত পাওয়ার কথা বলা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছি এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে নিহতের পরিবারের অভিযোগ ওই নারীর হেফাজতে মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ সত্য হলে এটি খুবই গুরুতর অভিযোগ। বিষয়টির তদন্ত হওয়া উচিত।’

এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব সহকারী অ্যাটির্নি জেনারেল আবুল কালাম খান দাউদকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মুহূর্তে খোঁজ নেন কোনো মামলা হয়েছে কিনা। ১৫ মিনিটের মধ্যে খোঁজ নিয়ে জানান।’

রাজশাহী মহানগর পুলিশের কমিশনারের কাছে খোঁজ নেওয়ার পর সহকারী আইন কর্মকর্তা দাউদ আদালতে বলেন, ‘গত ২৪ মার্চ চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। সুরতহাল, ময়নাতদন্তের পর যথাযথ প্রক্রিয়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’ 

এ ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, আদালত জানতে চাইলে আবুল কালাম খান দাউদ বলেন, ‘রাষ্ট্র তো মামলা কেন, নিহতের পরিবারের সদস্যরা এখন পর্যন্ত কোনো মামলা করেনি।’

এ সময় জ্যেষ্ঠ বিচারপতি উষ্মা প্রকাশ করে বলেন, ‘কে বলেছে রাষ্ট্র মামলা করতে পারে না? কোথায় পেয়েছেন? পরিবারের সদস্যরা মামলা করেনি তো কি হয়েছে? রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই? অনেক ক্ষেত্রেই রাষ্ট্র মামলা করতে পারে। অভিযোগ উঠেছে হেফাজতে এই নারীর মৃত্যু হয়েছে। সারা দেশে এ নিয়ে আলোচনা চলছে।’

মাথায় আঘাতের বিষয়ে ময়নাতদন্ত প্রতিবেদনে কি বলা হয়েছে, আদালত তা জানতে চাইলে আবুল কালাম খান দাউদ বলেন, ‘এ বিষয়গুলো জানতে হলে সময় দিতে হবে। ময়নাতদন্তের রিপোর্টটি আনতে হবে।’

তখন বিচারপতি ফারাহ মাহবুব বলেন, ‘এখনি ফেক্স করে ময়নাতদন্ত প্রতিবেদন পাঠাতে বলেন। পত্র-পত্রিকায় এসেছে ওই নারীর মাথায় আঘাতের কথা বলেছেন চিকিৎসকরা। কিন্তু পত্রিকার প্রতিবেদন ধরে তো আর বিচার করা যাবে না। আমাদের দেখতে হবে আগে থেকেই মাথায় ইনজুরি ছিল কিনা, নাকি নতুন ইনজুরি হয়েছে এবং সে ইনজুরির কারণে তার মৃত্যু হয়েছে কিনা। কেন তাকে হেফাজতে নেওয়া হয়েছিল? কারা হেফাজতে নিয়েছিল? কে বা কারা জিজ্ঞাসাবাদ করেছে? নাম-পদবীসহ বিস্তারিত উল্লেখ করে আমাদের জানান।’

রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে আদালত বলেন, ‘দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে দেখতে যে, আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমত পালন করেন কিনা। ন্যায় বিচার নিশ্চিত করতে হলে সবাইকে মিলেই তা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র বিচার না, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।’

এরপর আদালত আইনজীবী মনোজ কুমার ভৌমিককে নিহতের পরিবারের কাছ থেকে খোঁজ-খবর নিয়ে আদেশর বিষয়ে আবেদন নিয়ে আসতে বলেন।

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‍্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৯ মার্চ তাকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY