প্রাক্তন স্বামীর ওপর প্রতিশোধ নিতে দুই মেয়েকে হত্যা

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে একজন নারী তার প্রাক্তন স্বামীর প্রতি প্রতিশোধ নেওয়ার চেষ্টায় তার দুই মেয়েকে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

৩৭ বছর বয়সী ভেরোনিকা ইয়ংব্লাড তার মেয়ে শ্যারন কাস্ত্রো (১৫) এবং ব্রুকলিন ইয়ংব্লাডকে (৫) ২০১৮ সালের আগস্টে হত্যা করেছিল। বিচারক তাকে প্রথম-ডিগ্রি হত্যার দুটি অভিযোগে অভিযুক্ত করার জন্য প্রসিকিউটরদের আবেদনের অনুমতি দিয়েছেন। বিচারকগণ তাকে দুটি অপরাধমূলক আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্যও দোষী সাব্যস্ত করেছেন।

ফেয়ারফ্যাক্স কাউন্টির বিচারক র‌্যান্ডি বেলোসের সভাপতিত্বে দুই সপ্তাহের বিচারের পর ভেরোনিকাকে দোষী সাব্যস্ত করা হয়। শুনানিতে জরুরি সহায়তাকর্মী, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মামলার জন্য নিযুক্ত তদন্তকারীদের সাক্ষ্য শোনা হয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, ভেরোনিকার বোন, প্রাক্তন স্বামী এবং প্রাক্তন প্রেমিকও শুনানিতে সাক্ষ্য দিয়েছেন।

নিউ ইয়র্ক পোস্ট আরো জানিয়েছে, ভেরোনিকা একজন যৌনকর্মী ছিলেন। প্রতিরক্ষা অ্যাটর্নিরা বলেছিলেন, তার নিজের পরিবারের কাছে তিনি শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন।

জানা গেছে, পাঁচ বছর বয়সী ব্রুকলিন মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গিয়েছিল এবং ১৫ বছর বয়সী শ্যারনকে দুবার গুলি করা হয়েছিল—একবার পেছনে এবং একবার বুকে। কিন্তু সে জরুরি নম্বর ৯১১-এ ফোন করে জানাতে পেরেছিল যে তার মা তাকে গুলি করেছে। মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ভেরোনিকা তার প্রাক্তন স্বামী রনকে একটি বার্তা দিতে এই অপরাধ করেছেন। রন তার ছোটমেয়ের সঙ্গে মিসৌরিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

প্রসিকিউটররা ভেরোনিকাকে একজন বিদ্বেষপরায়ণ, স্বার্থপর এবং স্বেচ্ছায় হত্যাকারী হিসাবে বর্ণনা করেছেন।

সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY