স্পিকার আসতেই তার চেয়ার লক্ষ্য করে কাগজ!

রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ নিয়ে সোমবার উত্তপ্ত ছিল ভারতের সংসদ ভবন। লোকসভার স্পিকার ওম বিড়লার দিকে কাগজ ছুড়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

রাহুলের সংসদ সদস্য পদ খারিজ করা নিয়ে কংগ্রেস এবং বাকি বিরোধীদের বিক্ষোভের কারণে লোকসভার কার্যক্রম যথাক্রমে বিকাল ৪টা পর্যন্ত স্থগিত করা হয়। লোকসভায় অধিবেশন শুরুর মিনিট খানেকের মধ্যেই কার্যক্রম মুলতবি করার কথা ঘোষণা করেন স্পিকার।

স্পিকার বিড়লা তার আসন গ্রহণ করার মুহূর্তেই কালো পোশাক পরে থাকা কংগ্রেস সংসদ সদস্যরা তার চেয়ারের দিকে কাগজ ছুড়তে শুরু করেন। এই ঘটনার পর স্পিকার বলেন, ‘আমি মর্যাদার সঙ্গে সংসদ চালাতে চাই।’ এর পরই বিকাল ৪টা পর্যন্ত তিনি নিম্নকক্ষের কার্যক্রম মুলতবি করেন।

রাজ্যসভাতেও কংগ্রেসসহ বাকি বিরোধী সংসদ সদস্যদের বিক্ষোভ দেখানোর কারণে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় দুপুর ২টা পর্যন্ত কার্যক্রম স্থগিত করেন।

সোমবার সকালেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে গণতন্ত্র রক্ষার দাবিতে বিরোধীদের নিয়ে বৈঠক করে কংগ্রেস। সেই বৈঠকে অন্য বিরোধী দলগুলোর মতো যোগ দিয়েছিল তৃণমূলও। রাহুলের সংসদ সদস্য পদ খারিজ হওয়ার প্রতিবাদে কংগ্রেস এবং কয়েকজন বিরোধী সংসদ সদস্যকে লোকসভায় কালো পোশাক পরে আসতে দেখা গিয়েছিল।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY