ইউক্রেনকে ১৮ লেপার্ড ট্যাংক পাঠিয়েছে জার্মানি

অবশেষে লেপার্ড ২ ট্যাংক হাতে পেয়েছে ইউক্রেন। সোমবার (২৭ মার্চ) ১৮টি ট্যাংক পূর্ব ইউরোপের এই দেশটিতে পৌঁছে। জার্মান চ্যান্সেলর শলৎস জানিয়েছেন, ‘ইউক্রেনকে ১৮টি লেপার্ড ২ ট্যাংক দিয়েছে জার্মানি। এই অত্যাধুনিক ট্যাংক কিভাবে চালাতে হয়, ইউক্রেনের সেনাকে তার প্রশিক্ষণও দেওয়া হয়েছে।’ শলৎস আরো বলেছেন, ‘আমি নিশ্চিত, এই ট্যাংক যুদ্ধক্ষেত্রে বদল নিয়ে আসবে।’

জার্মানি ইউক্রেনকে লেপার্ড ২ ট্যাংক দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার দুই মাস পর তা জেলেনস্কি হাতে পেলেন। যুক্তরাজ্যের চ্যালেঞ্জার ২ ট্যাংকও ইউক্রেনে পৌঁছে গেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে এএফপি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এক বছর আগেও কেউ ভাবতে পারেননি, এভাবে বিভিন্ন দেশ আমাদের পাশে এসে দাঁড়াবে।’ প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করলেন আএইএ-র প্রধান রাফায়েল গ্রসি। জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের কাছে বৈঠকও হলো।জাপোরিঝিয়া শহরে সোমবার এক বৈঠক হয়েছে। এই শহর ইউক্রেনের দখলে থাকলেও জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র গত বছর থেকেই রাশিয়ার সেনারা দখল করে রেখেছে।

গ্রসি টুইট করে বলেছেন, ‘জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র ও সেখানে থাকা কর্মীদের বিষয়ে জেলেনস্কির সঙ্গে কথা বলেছি। আমি আবার ইউক্রেনের পরমাণু কেন্দ্রগুলো নিয়ে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছি।’ 

রাশিয়া-ইউক্রেন লড়াইয়ে বারবার এই পরমাণু কেন্দ্র খবরের শিরোনামে এসেছে। বহুবার গোলার আঘাতে এই পরমাণু কেন্দ্রে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। তখন কর্মীরা ব্যাকআপের জন্য রাখা ডিজেল জেনারেটর চালাতে বাধ্য হয়েছেন। এই পরমাণু কেন্দ্র চালাচ্ছেন ইউক্রেনের কর্মীরা। আর রাশিয়ার সেনারা তা দখল করে রেখেছে।

গ্রসি এই পরমাণু কেন্দ্রে আগে গেছেন। তিনি বলেছেন, এই পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে শুধু ইউক্রেনে তার প্রভাব পড়বে তাই নয়, বিস্তীর্ণ এলাকাজুড়ে এর প্রতিক্রিয়া দেখা দেবে। তার প্রস্তাব ছিল, এই পরমাণু কেন্দ্রের তারপাশে একটা প্রোটেকশন জোন তৈরি হোক। রাশিয়া যেভাবে কামান ও সেনাদের পরমাণু কেন্দ্রের ভেতরে রেখেছে, তিনি তার ঘোর বিরোধী।

সূত্র : ডয়চে ভেলে 

LEAVE A REPLY