অভিনেত্রী নয়নতারা
দীর্ঘদিন পর চলচ্চিত্রে প্রত্যাবর্তন করে রাজার বেশেই নিজের গদি পুনরুদ্ধার করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। কিং খানের ‘পাঠান’ হিন্দি চলচ্চিত্রের সর্বোচ্চ আয়কারী সিনেমা এখন। তবে সিনেমাটি মুক্তির আগে চরম বিতর্কে পড়েন শাহরুখ খান ও সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোন। দীপিকার গেরুয়া রঙের বিকিনি সমালোচনার ঝড় তোলে। বয়কটের মুখোমুখিও হতে হয় পাঠানকে। তবে সেসব ঝড় বেশ শক্তহাতেই সামাল দিয়েছেন বলিউড বাদশা। তবে পাঠান বিতর্ক থামতে না থামতেই এবার আরেক বিতর্ক মাথাচাড়া দিয়েছে বলিউডের বাতাসে। শোনা যাচ্ছে, শাহরুখের আসন্ন চলচ্চিত্র ‘জওয়ান’-এ বিকিনি পড়ে হাজির হবেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা! সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করছেন নয়নতারা।

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে জওয়ানে বিকিনি পড়ে আবেদনময়ী দৃশ্যে দর্শক হৃদয়ে ঝড় তুলবেন নয়নতারা। যেমনটা দীপিকা করেছিলেন। নিজের সুইমস্যুট (সাতারের পোশাক) খুলে তিনি বিকিনি পরে একটি গানে হাজির হন। ইতিমধ্যে গুঞ্জনটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে এই গুঞ্জন অস্বীকার করেছে জওয়ানের সাথে সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র। সেই সূত্র বলেন, “জওয়ানে নয়নতারাকে সুইমস্যুট পরানোর পরিকল্পনা রয়েছে। সমুদ্র সৈকতের পোশাক পরতে তার কোন সমস্যা নেই। তিনি তার তামিল সিনেমাতেও এটি পরেছেন। কিন্তু ‘পাঠান’-এর মতো বিতর্কিত বিকিনি দৃশ্য এখানে হওয়ার সম্ভাবনা নেই। এখানে তার সাতারের পোশাক খুলে ফেলার মতো দৃশ্য রাখা হবে না। এগুলো শুধুই গুজব। এসব গল্পের কোনো সত্যতা নেই। কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত গুজব কেবল গুজবই থেকে যাবে।”
এটি সকলেই জানে যে শাহরুখ তার সিনেমায় নায়িকাদের সাথে অন্তরঙ্গ দৃশ্য করতে চান না। সর্বশেষ ‘জাব তাক হ্যায় জান’-এ ক্যাটরিনার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন কিং খান। তিনি তার ক্যারিয়ারে মাত্র একবার একজন নায়িকাকে চুম্বন করেছেন আর সেটিও ক্যাটরিনা কাইফ। পরিচালক যশ চোপড়ার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়েই এই দৃশ্যে রাজি হন শাহরুখ খান।
এই মুহূর্তে জওয়ানের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বলিউড বাদশা। দক্ষিণের হিটমেকার অ্যাটলি পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপাথি, সুনীল গ্রোভার। এ বছর মুক্তি পাবে সিনেমাটি।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া