লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেসি প্লেমন্স অভিনীত বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘কিলার অব দ্য ফ্লাওয়ার মুন’ অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে।
এটি পরিচালনা করেছেন মার্টিন স্করসেসি। তার সঙ্গে ডিক্যাপ্রিওর যুগলবন্দি সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বাড়িয়েছে। আগামী ৬ অক্টোবর প্রথম প্রদর্শনীর পর ২০ অক্টোবর বড় পরিসরে সিনেমাটি থিয়েটারে মুক্তি দেওয়া হবে।
সিনেমাটিতে ডি ক্যাপ্রিওর পাশাপাশি অভিনয় করছেন রবার্ট ডি নিরো, জেসি প্লেমন্স, লিলি গ্ল্যাডস্টোন ও ৯৫তম অস্কারের সেরা অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার।
ডেভিড গ্রানের লেখা বেস্ট সেলার বই ‘কিলার অব দ্য ফ্লাওয়ার মুন : দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’ অবলম্বনে এ সিনেমা নির্মাণ হয়েছে। এটি ১৯২০-এর দশকের কাহিনি নিয়ে নির্মিত। সিনেমার শুটিংয়ের বেশির ভাগ করা হয়েছে নিউ মেক্সিকোয় আর বাকি অংশগুলোর কাজ হয়েছে ওকলাহোমায়। এ সিনেমার মধ্য দিয়ে ওসেজ ন্যাশন হত্যাকারীদের ঘটনা তুলে ধরা হবে, যারা তেল আবিষ্কারের পর নেটিভ আমেরিকানদের হত্যা করেছিল। হত্যাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়।
এই সিনেমার মুক্তি নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছিল। ২০২২ সালেই এটি মুক্তি দেওয়ার কথা ছিল। পরে উইল স্মিথ অভিনীত ‘এম্যানসিপেশন’ সিনেমাটির প্রতি মনোযোগ ধরে রাখতে ফের সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। নির্মাতারা আবার সিদ্ধান্ত নেন, সিনেমাটি ২০২৩ সালে মুক্তি দেওয়া হবে।
নির্মাতা মার্টিন স্করসেসি বেশির ভাগ সময় সিনেমা এডিটিংয়ের কাজ করেন থেলমা স্কুনমেকারের সঙ্গে। কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন নির্মাণের জন্য তিনি যথেষ্ট সময় নিয়েছেন। ব্যয় করেছেন ২০ কোটি ডলারের বেশি।