পশ্চিমের সঙ্গে দীর্ঘ ‘হাইব্রিড যুদ্ধ’ দেখছে রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ছবি : রয়টার্স

পশ্চিমের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব সম্ভবত দীর্ঘকাল স্থায়ী হবে। কারণ ইউক্রেনে মস্কোর সামরিক হস্তক্ষেপ দ্বিতীয় বছর পেরিয়ে যাচ্ছে। বুধবার এমনটাই বলেছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘যদি আমরা যুদ্ধের কথা ব্যাপক অর্থে বলি, পশ্চিমা দেশগুলোকে মোবাবেলা, হাইব্রিড যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে।’

এদিকে পশ্চিমা গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার কয়েক দিনের মধ্যে ইউক্রেনে তাদের উদ্দেশ্যগুলো অর্জনের আশা করেছিল। কিন্তু রাশিয়া তাতে সফল হয়নি।

অন্যদিকে পেসকভ দাবি করেছেন, রাশিয়ানরা ‘অভূতপূর্ব’ উপায়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন করেছে এবং তাদের বেশির ভাগ ইউক্রেনে রাশিয়ার লক্ষ্যগুলো অর্জন করতে চায়। এ ছাড়া পুতিন যে নীতি অনুসরণ করছেন তাতে সবার অভূতপূর্ব সংহতি রয়েছে বলেও জানান তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম একচেটিয়াভাবে ইউক্রেনে রুশ সৈন্যদের কার্যকলাপের ক্রেমলিনপন্থী কভারেজ সরবরাহ করেছে। কিন্তু ইউক্রেনের প্রচারণা সম্পর্কে রাশিয়ানরা কী ভাবছে সে সম্পর্কে কোনো নির্ভরযোগ্য জরিপ নেই।

সূত্র : এএফপি

LEAVE A REPLY