কঙ্গনা
বলিউ সম্প্রতি গ্লোবালস্টার প্রিয়াঙ্কা চোপড়ার বলিউড ছাড়ার বিস্ফোরক মন্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ‘বলিউডে নোংরা রাজনীতির’ কথা প্রকাশ্যে আনার পরেই প্রিয়াঙ্কাকে সমর্থন জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী, আমল মালিক, মীরা চোপড়া, কঙ্গনা রানাউত-সহ একাধিক তারকারা।
এরা কিনা নিজেরাও একসময় বলিউডের নেপোটিজমের শিকার হয়েছিলেন। প্রিয়াঙ্কার অসম্ভব বুদ্ধিমত্তা থেকে অনুপ্রাণিত সকল হেরে যাওয়া মানুষ। ক্যারিয়ারে ব্যর্থ হয়েও সুশান্তের মতো হেরে না গিয়ে তিনি যে জীবনে ঘুরে দাঁড়িয়েছেন, সেই কারণেই কুর্নিশ তাঁকে।
যাহোক, এবার প্রিয়াঙ্কা চোপড়ার রেশ ধরে আবারও করণ জোহরকে টার্গেট করলেন কঙ্গনা। এমনকী সিটাডেল অভিনেত্রীর মামলায় কঙ্গনা সংগীত সুরকার এ আর রহমানেরও একটি মন্তব্যকে সমর্থন করেছেন।
অস্কারজয়ী সঙ্গীত রচয়িতা এ আর রহমান একবার বেশি হিন্দি ছবি না করার কারণ প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, বলিউড গ্যাং তাঁর বিরুদ্ধে নানা গুজব ছড়াচ্ছে।
টুইটটি এ আর রহমানের একটি পুরানো সাক্ষাৎকারের বিবৃতি ছিল, যা ২০২০ সালের জুলাই মাসে প্রকাশ হয়েছিল। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, কেন তিনি বেশি হিন্দি ছবি করছেন না। প্রতিক্রিয়ায়, গায়ক বলেন, তিনি ভাল সিনেমাকে না বলেন না, তবে মনে করেন বলিউডে একটি পুরো গ্যাং কাজ করছে, যারা তাঁর বিরুদ্ধে কিছু মিথ্যা গুজব ছড়াচ্ছে।
তিনি যোগ করেছেন, মানুষ আমার কাছে কিছু করার আশা করছে, কিন্তু অন্য একটি দল যারা বাধা দিচ্ছে। এটা ঠিক যে, আমি নিয়তি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে সবকিছুই ঈশ্বরের কাছ থেকে আসে।
কঙ্গনা রানাউত এই টুইটে নেপোটিজম বিতর্ক উস্কে লেখেন, প্রতিটি অযোগ্য এবং অপরিপক্ক দের মতো তাঁরাও প্রতিহিংসার পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করে। তাঁরা দল বেঁধে, ধমক দেয় এবং হয়রানি করে এমনকি যারা সত্যিকারের প্রতিভাধর তাঁদের হত্যা করে।
এদিকে মঙ্গলবার, কঙ্গনা দাবি করেছিলেন যে, শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্বের কারণে করণ জোহর প্রিয়াঙ্কা চোপড়াকে বলিউড থেকে নিষিদ্ধ করেছিলেন। তিনি তাঁকে এমনভাবে হয়রানি করেছিলেন যে তাঁকে ভারত ছাড়তে বাধ্য করা হয়। এদিকে কঙ্গনা রানাউত তার পরিচালনায় ইমার্জেন্সি মুক্তির অপেক্ষায় রয়েছেন।