প্রথমবারের মতো মেয়েকে নিয়ে ভারতে এলেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

প্রথমবার মেয়েকে নিয়ে মুম্বাইতে হাজির হলেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। সাথে ছিল স্বামী মার্কিন গায়ক নিক জোনাস। মায়ানগরীর এক প্রাইভেট বিমানবন্দরে সপরিবারে ক্যামেরাবন্দিও হলেন অভিনেত্রী। 

সদ্যই বলিউড নিয়ে বোমা ফাটিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের কিছু মানুষ চক্রান্ত করে তাঁকে একঘরে করেছিল, সেই কারণেই মুম্বাই ছেড়ে হলিউডে পাড়ি দেন অভিনেত্রী। এই কথা প্রকাশ্যে স্বীকার করে নেওয়ার দিন কয়েকের মধ্যেই মুম্বই ফিরলেন প্রিয়াঙ্কা। সঙ্গী মেয়ে মালতি ও স্বামী নিক জোনাস। 

এদিন মুম্বাইয়ের কলিনা এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হন প্রিয়াঙ্কা। গোলাপি রঙের থাই স্লিট স্কার্ট আর ক্রপ টপে মোহময়ী লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। পাশে তার স্বামী নিক জোনাস ছিল জিনস আর হুডি জ্যাকেট পরিহিত।

মেয়ের জন্মের পর ঝটিকা সফরে একবারই মুম্বাইয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা। তবে সেবার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মা মধু চোপড়া ও নিকের জিম্মায় মালতিকে রেখে এসেছিলেন। এবার মেয়েকে কোলে নিয়েই দেশের মাটিতে পা রাখলেন দেশি গার্ল। ছাই রঙের ফ্রক পরা ছিল মেয়ে মালতীর। এবার পাপারাৎজিদের ক্যামেরা থেকে মেয়েকে আড়াল করেননি প্রিয়াঙ্কা-নিক। বরং মন খুলে পোজ দিলেন ছবির জন্য। দীর্ঘদিন পর প্রিয়াঙ্কার দেখা পেয়ে উচ্ছ্বসিত সকলেই। হাত নেড়ে সাংবাদিকদের অভিবাদন জানান প্রিয়াঙ্কা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY