পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা
বেশ কিছুদিন ধরেই তীব্র গুঞ্জন উঠেছে যে সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। কখনো রাঘব চাড্ডা মুম্বাইয়ে তো কখনো পরিণীতি দিল্লিতে। যেদিন থেকে একসঙ্গে লাঞ্চ আর ডিনার ডেটে দেখা মিলেছে পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডার সেদিন থেকেই গুঞ্জনের শুরু। শোনা যাচ্ছে, পুরনো দুই বন্ধু গাঁটছড়া বাঁধবেন শিগগিরই!
মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় প্রথমে দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তোরাঁয় লাঞ্চের জন্য যান দুজন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়। সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি হাসি হেসে রাঘব বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’

এবার অভিনেতা ও সংগীতশিল্পী হার্ডি সান্ধু মন্তব্য করলেন পরিণীতি চোপড়ার প্রেমের গুঞ্জনে। হার্ডি সান্ধু পরিণীতি চোপড়ার সঙ্গে তিরঙ্গা সিনেমার কথা মনে করিয়ে বলেন, ‘যখন আমরা কোড নেম তিরঙ্গা সিনেমার শুটিং করছিলাম, সে সময় বিয়ে নিয়ে আলোচনা করতাম। পরিণীতি বলত আমি একদিন বিয়ে করব, আর তখনই বিয়ে করব যখন মনে হবে সঠিক মানুষকে খুঁজে পেয়েছি।’ তিনি আরো বলেন, ‘আমি খুব খুশি যে বিয়েটা ফাইনালি হচ্ছে। পরিণীতিকে শুভেচ্ছা।’ এরপরই বিয়ের জল্পনায় সিলমোহর দিয়ে ফেলেন সান্ধু। এমনকি পরিণীতিকে ফোন করেও শুভেচ্ছা জানিয়েছেন সান্ধু।
এই খবর সত্যি হলে ধারণা করা হচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়া তার স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে ভারতে এসেছেন সে কারণেই। বোনের বিয়ে মিস করতে চান না তিনি। যদিও সিটাডেলের প্রচারে দেশে এসেছেন অভিনেত্রী। প্রিয়াঙ্কাকন্যা মালতীর এটা প্রথম ভারত ভ্রমণ। রাঘব চাড্ডার সঙ্গে প্রিয়াঙ্কা দেখা করবেন বলেও শোনা যাচ্ছে। তবে যে যতই প্রশ্ন করুন না কেন, পরিণীতি এবং রাঘব দুজনেই বিয়ে নিয়ে একেবারে চুপ। তবে রাজনীতিবিদ সঞ্জীব অরোরা লিখেছেন, ‘রাঘব ও পরিণীতিকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রেম ও আনন্দে ভরে উঠুক পরিণীতি ও রাঘবের এই বন্ধন।’
পরিণীতি ও রাঘব দীর্ঘদিনের বন্ধু। অভিনেত্রী ও রাঘব কলেজে পড়াকালীন সময় থেকেই চেনেন একে অপরকে। লন্ডন স্কুল অব ইকোনমিকসে একসঙ্গে পড়তেন তারা। এরপর পরিণীতি পা রাখেন বলিউডে আর রাঘব যোগ দেন রাজনীতিতে।
সূত্র : ইন্ডিয়া টুডে