টেলর সুইফটের ৭০০ মিলিয়ন

টেলর সুইফট

৭০০ মিলিয়নের মাইলফলকে জনপ্রিয় মার্কিন গায়িকা টেলর সুইফট। গায়িকার ‘ওয়াইল্ডেস্ট ড্রিমস’ গানটি মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম ‘স্পটিফাই’-এ ৭০০ মিলিয়ন স্ট্রীম অতিক্রম করেছে। এটি তার নবম গান যা এই কৃতিত্ব অর্জন করল।

‘ওয়াইল্ডেস্ট ড্রিমস’ সুইফটের প্রথম পূর্ণ পপ অ্যালবাম ‘১৯৮৯’-এর একটি গান যা ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল। মুক্তির পরপরই গানটি দারুণ জনপ্রিয়তা পায় এবং সঙ্গীতশিল্পে ঝড় তোলে। বছরের শেষের দিকে প্রকাশিত হলেও ‘১৯৮৯’ অ্যালবামটি ২০১৪ সালের প্রথম ‘প্ল্যাটিনাম অ্যালবাম’ হয়ে ওঠে, যা ১.২৮৭ মিলিয়ন কপি বিক্রি হয়।

‘ওয়াইল্ডেস্ট ড্রিমস’ গানটি প্রকাশের পরই সারা বিশ্বে বেশ কয়েকটি চার্টের শীর্ষে জায়গা করে নেয় এবং বেশ কয়েকটি অ্যাওয়ার্ড শো’তে মনোনীত হয়। এটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে প্রিয় পপ/রক অ্যালবাম, জাপান গোল্ড ডিস্কে বছরের সেরা ওয়েস্টার্ন অ্যালবাম, আই হার্টস মিউজিক অ্যাওয়ার্ডে বছরের সেরা অ্যালবাম সহ আরো অনেক সম্মানজনক পুরস্কার জয় করেছে। 

বর্তমানে নিজের বহুল প্রত্যাশিত ‘ইরাস ট্যুর’- নিয়ে ব্যস্ত রয়েছেন টেলর। গ্লেনডেল অ্যারিজোনার ফার্ম স্টেডিয়াম থেকে শুরু হওয়া তার ‘ইরাস ট্যুর’ গায়িকার জন্য একটি বিশাল সাফল্য হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। শো’টির প্রথম দিনে রেকর্ড ভেঙেছে সুইফট। ভক্তদের ঢল নেমেছিল টেলরের কনসার্টে। আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক শ্রোতা-দর্শকের উপস্থিতি নিশ্চিত হয়েছে সুইফটের কনসার্টে। অ্যারিজোনায় ইরাস ট্যুরের প্রথম কনসার্টে ঊনসত্তর হাজারেরও বেশি লোক অংশ নিয়েছি। নারী সংগীতশিল্পী হিসেবে যে রেকর্ড আর কারো নেই।

সূত্র : বিলবোর্ড

LEAVE A REPLY