রোহিতকে ওপেনিং থেকে মিডল অর্ডারে নামানোর পরামর্শ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দলের সফলতম অধিনায়ক রোহিত শর্মার ক্যারিয়ারে দুর্দিন চলছে। ফর্ম হারিয়ে ফেলেছেন ‘হিটম্যান’খ্যাত এই ব্যাটার। তাই আজ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ষোড়শ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হয়তো ওপেন করতে দেখা যাবে না রোহিত শর্মাকে। সব ধরনের ক্রিকেটে ওপেন করা রোহিতকে হঠাৎ অন্য জায়গায় দেখতে চাইছেন অনিল কুম্বলে।

ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর ছিলেন। সেই সময় রোহিতকে খুব কাছ থেকে দেখেছেন। সেই সালেই প্রথমবার আইপিএল জিতেছিল মুম্বাই। ভারতের সাবেক অধিনায়ক কুম্বলে মনে করেন, রোহিতের উচিত মিডল অর্ডারে খেলে দলকে সাহায্য করা। যদিও ভারতের হয়ে সব ধরনের ক্রিকেটেই রোহিত ওপেনার হিসেবে ব্যাট করেন। কিন্তু কুম্বলে মনে করছেন, এবারের মুম্বাই দলটির মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটারের প্রয়োজন আছে।

সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কুম্বলে বলেন, ‘রোহিত কখনো সত্যি কথা বলতে ভয় পায় না। দলে ওর চারপাশে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তাদের থেকে রোহিত পরামর্শ নেয়। কিন্তু দিনের শেষে নিজের যেটা ঠিক মনে হবে সেটাই করবে। অধিনায়কের থেকে তো এটাই আশা করা হয়। এবারের মুম্বাই দলটা নতুন। মিডল অর্ডারে অভিজ্ঞতা প্রয়োজন। মুম্বাই দলে একাধিক ভালো ব্যাটার রয়েছে। কিন্তু রোহিত মিডল অর্ডারে থাকলে সাত থেকে ১৫ ওভারের সময়টা খেলতে পারবে।’

LEAVE A REPLY