বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে যা বললেন পাপন

চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাজমুল হাসান পাপন। ছবি : মীর ফরিদ

এশিয়া কাপ নিয়ে বিতর্কের মাঝেই সম্প্রতি হুট করে আলোচনায় চলে এসেছে ওয়ানডে বিশ্বকাপ। পাকিস্তানের মাটিতে গিয়ে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। তারা নিজেদের ম্যাচগুলো খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। যে কারণে চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলোও নাকি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় পাকিস্তান! ‘ক্রিকইনফো’র এক প্রতিবেদনে এমনই দাবি করা হচ্ছে। ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন একটাই- আসলেই কি এমন কিছু হবে?

ভারত-পাকিস্তানের বিরোধের সুযোগে বাংলাদেশ কি ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক হয়ে উঠতে পারবে? এমন প্রশ্নই আজ করা হয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়নি। আসলে আমি এটা টিভিতে দেখেছি। আইসিসি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড কেউ আমাদের কিছু বলেনি। সেজন‌্য আমাদের পক্ষে এটা নিয়ে মন্তব্য করা কঠিন। একটা নিউজ দেখে বলা উচিত না। ওরা যোগাযোগ করলে আমরা আপনাদের জানাব।’

চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পাপন। তবে পাপন বলেন, আবহাওয়ার কারণে বাংলাদেশকে আয়োজক হিসেবে ভাবা হচ্ছে না, ‘ওটা (এশিয়া কাপ) নিয়ে কথা চলছে। কোথায় হবে এটা নিয়ে কথা হচ্ছে। এটা এখনো ফাইনাল হয়নি। আমি যতটুকু জানি, তিন চারদিনের মধ‌্যে সিদ্ধান্ত হয়ে যাবে। আরেকটা মিটিং ডাকা হচ্ছে। জুম মিটিংয়ে ওটা শেষ করে দেয়া হবে। বাংলাদেশে ওই সময়ে অনেক বৃষ্টি। সেজন‌্য বাংলাদেশকে আমরা এটার মধ‌্যে রাখিনি।’

LEAVE A REPLY