‘ফুটবল বিশ্বকাপের শতবার্ষিকী আসর দক্ষিণ আমেরিকায় হওয়া উচিত’

দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে ১৯৩০ সালে গোড়াপত্তন হয়েছিল ফুটবল বিশ্বকাপের। সে হিসেবে আগামী ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপের শতবার্ষিকী। এই বিশেষ আসর স্মরণীয় করে রাখতে দক্ষিণ আমেরিকায় আয়োজনের জোর দাবি জানালেন দক্ষিণ আফ্রিকার ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনগেস।

২০৩০ বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে এখন পর্যন্ত আছে দক্ষিণ আমেরিকার চার দেশ- আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও প্রথম আসরের আয়োজক উরুগুয়ে। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে যৌথভাবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবার্ষিকীর আয়োজক হওয়াটাকে গোটা মহাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কনমেবল। ইতোমধ্যেই তারা এর সপক্ষে প্রচারণাও শুরু করেছে। যে মহাদেশে বিশ্বকাপ শুরু হয়েছিল, শতবর্ষের আয়োজন সেখানেই হওয়া উচিত বলে মনে করেন কনমেবল।

গতকাল শুক্রবার সংস্থাটির ৭৬তম কংগ্রেসে আলেহান্দ্রো দোমিনগেস বলেছেন, ‘১৯৯৬ সালে এথেন্সকে অলিম্পিক গেমস আয়োজনের দায়িত্ব না দিয়ে যে ভুল করা হয়েছিল, সেটা যেন এখানে না করা হয়। ইতিহাসকে সম্মান জানানোর জন্য ফুটবল বিশ্বকাপের শতবার্ষিকী আসর আয়োজনের দায়িত্ব আমাদেরই পাওয়া উচিত। ইনফান্তিনো (ফিফা সভাপতি), আপনার প্রতি আমার আবেদন, বিশ্বকাপের ১০০ বছর দক্ষিণ আমেরিকায় উদযাপনের কোনো উপায় খুঁজে বের করুন। এটা স্রেফ ২০৩০ বিশ্বকাপ নয়, এটা শতবার্ষিকী কাপ।’

LEAVE A REPLY