ফাইল ছবি
পায়ে গুলিবিদ্ধ হওয়ার চার মাস পর প্রথম জনসভা করতে দেখা গেছে ইমরান খানকে। কিন্তু সাবেক পাক প্রধানমন্ত্রী জানাচ্ছেন, এখনো চোট থেকে পুরোপুরি মুক্তি পাননি। ঠিক মতো হাঁটতে পারছেন না। তবে ইমরানের দাবি, চিকিৎসকরা তাকে জানিয়েছেন, ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থতার দিকে যাবেন তিনি।
এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইমরানকে বলতে শোনা গেছে, ‘আমি এখনো হাঁটতে পারছি না ভালো করে। বুলেটের ক্ষতর ধাক্কায় নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ডান পায়ে এখনো পুরোপুরি সাড় আসেনি। তবে চিকিৎসরা জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে ক্ষত সম্পূর্ণ সেরে যাবে।’
গত বছরের নভেম্বরে ইমরানের সভায় গুলি চালায় এক বন্দুকধারী। ইমরানের পায়ে গুলি লাগলেও সুস্থ হয়ে ওঠেন তিনি। সেই সময় বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক অভিযোগ আনেন, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাকে হত্যা করতে চান। সেই জন্যই ইমরানের মিছিলে ইচ্ছাকৃতভাবে হামলা হয়েছে। পরে ইমরানের নিরাপত্তার কথা মাথায় রেখে তাকে কনটেইনারের মধ্যে থেকে বক্তৃতা দেওয়ার নির্দেশ দেয় পাক প্রশাসন।
সূত্র : সংবাদ প্রতিদিন